সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুবার কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েও কোনও সুরাহা হয়নি, একাধিকবার তারকা সাংসদ দেবের মুখে এমন অভিযোগ শোনা গিয়েছে। একাধিকবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সশরীরে হাজির হয়েছেন দেব। কখনও জল-কাদায় খালি পায়ে আবার কখনও বা ত্রাণশিবিরে গিয়ে জনে জনে দুস্থদের সমস্যার কথা জানতে ছুটে গিয়েছেন কলকাতা থেকে। করোনাকালেও সাক্ষাৎ ‘দেব-দূত’কে দেখেছে ঘাটালবাসী। সেই তারকা সাংসদকে নিয়ে যখন রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে, তখন সংসদে দাঁড়িয়ে শেষ দিনেও কিন্তু সাধারণ মানুষের হয়েই সরব হলেন দীপক অধিকারী ওরফে দেব।
বাংলা ভাষাতেই বললেন, “সংসদে দাঁড়িয়ে প্রথমদিন যেমন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম, আজকে আমার শেষদিন পার্লামেন্টে, আজকেও আমি সেপ্রসঙ্গেই কথা বলব। সেই ১৯৫০ সাল থেকে ঘাটালের মানুষ ভুগছেন। তাঁদের অনেকদিনের কষ্ট। এটা তৃণমূল-বিজেপির সমস্যা নয়। এটা বাংলার সমস্যা। বন্যার জেরে ঘাটালের মানুষের খুব দুর্ভোগ হয়। তাই আমি আপনার মাধ্যমেই প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে চাই সাংসদ হিসেবে আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। ঘাটালের প্রতিটা মানুষ যেন ভালো থাকে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ। যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরকেও ধন্যবাদ।”
[আরও পড়ুন: প্রেমদিবসে যুগল দেখলেই নীল-সাদা চপ্পল ছোড়ার প্ল্যান! পোস্ট দিয়ে কটাক্ষের মুখে সায়ন্তিকা]
সিনেমার সঙ্গে বাস্তবকে যেন মিলিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ‘প্রধান’ ছবিতে পঞ্চায়েতের রাজনীতি দেখিয়ে গ্রামবাংলার দর্শকদের মন জয় করেছিলেন। এবার সংসদ অধিবেশনের শেষ দিনেও ঘাটালের আমজনতাদের হয়ে ময়দানে নামলেন সাংসদ দীপক অধিকারী ওরফে টলিউড সুপারস্টার দেব। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের প্রচারের ময়দানেও দেবকে বলতে শোনা গিয়েছিল, “নিজের ভালোটা বুঝেই ভোট দিন।” পর্দার বাইরে গিয়েও দেব যে প্রকৃতপক্ষে জনদরদী ‘রবিনহুড’ হয়ে উঠেছেন, ওয়াকিবহালমহল সেকথাই মনে করছে।