সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসের ১ তারিখ তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্য়োপাধ্য়ায়। বিয়ের চার মাস কাটতেই এবার হানিমুনে সুদীপ্তা ও সৌম্য। ইনস্টাগ্রামে শেয়ার করলেন হানিমুনের ছবি ও ভিডিও। তা কোথায় গেলেন দম্পতি?
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। ভালোবাসার শহরেই যে প্রেমের উদযাপন করছেন সুদীপ্তা ও সৌম্য। তা স্পষ্ট এই ভিডিও থেকেই।
[আরও পড়ুন: শশী থারুর ‘দেশবিরোধী’! বিবেক অগ্নিহোত্রীর ‘মিথ্যাচারে’ আইনি হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের]
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। পয়লা মে তরুণ তৃণমূল নেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বাস্তবে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর। লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছিল সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য।
সুদীপ্তা-সৌম্যর রিসেপশনও ছিল নজরকাড়া। সেদিন শাড়ি নয় বরং লহেঙ্গা পরেছিলেন সুদীপ্তা। টলিউডের অতিথিরা যেমন এসেছিলেন, তেমনই এসেছিলেন রাজনৈতিক নেতারা। প্রত্যেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান।