shono
Advertisement

Breaking News

১৪ ঘণ্টা পর কাটল জট, খুলে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো

চেনা ভিড়, উদ্যোক্তাদের মধ্যে যুদ্ধজয়ের মেজাজ। The post ১৪ ঘণ্টা পর কাটল জট, খুলে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Sep 30, 2017Updated: 06:49 AM Oct 01, 2017

তন্ময় মুখোপাধ্যায়: ১৪ ঘণ্টার অপেক্ষার অবসান। বিস্তর টালবাহানার পর খুলে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো মণ্ডপ। পূর্ত, দমকল ও পুলিশ পরিদর্শন শেষে জানিয়ে দেয় কোনও ত্রুটি নেই। তারপরই দর্শনার্থীরা ঢুকতে পারলেন মণ্ডপে। দশমীর দুপুরে ফের চেনা ছন্দে ফিরল মধ্য কলকাতার এই পুজো।

Advertisement

[আচমকা বন্ধ হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো]

রাতভর উৎকণ্ঠা, চাপানউতোর। পুলিশের সঙ্গে বচসা। প্রশাসনের ভূমিকায় বিষোদগার। ষড়যন্ত্রের অভিযোগ, থানা ঘেরাও। পুজো ফেরা চালু করা নিয়ে সন্তোষ মিত্র স্কোয়্যারে  নাটকের অভাব ছিল না। অবশেষে বারবেলায় আসে স্বস্তি। বেলা সোওয়া তিনটে নাগাদ সরকারিভাবে পুলিশ জানিয়ে দেয় মণ্ডপ কোনও সমস্যা নেই। সোনার শাড়ির প্রতিমা এবং টেমস পারের স্থাপত্য দেখার জন্য বহু দর্শনার্থী দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। পুলিশের ঘোষণার পর পিল পিল করে দর্শনার্থী ঢুকতে থাকেন মণ্ডপে। তাদের এই মেজাজ দেখে তৃপ্ত পুজো উদ্যোক্তারা। একেবারে যুদ্ধ জয়ের মেজাজ। পুজো উদ্যোক্তারা বলছেন, শুধু ঠাকুর দেখার জন্য দর্শকদের এই অপেক্ষায় তারা আপ্লুত। এটাই তাদের প্রাপ্তি। লড়াই তাদের স্বার্থক। উদ্যোক্তাদের সংযোজন, তারা বলেছিলেন ঠাকুর দেখার কোনও সমস্যা হবে না। পুলিশ সেই কথাতেই সিলমোহর দিল।

[জন্মদিনে ‘মনের মানুষ’ প্রসেনজিৎকে এই বার্তাই দিলেন অর্পিতা]

তবে পুজো চালুর ব্যাপারে উদ্যোক্তাদের কম কাঠখড় পোড়াতে হয়নি। এদিন বেলার দিকে পুলিশ, দমকল ও পূর্ত দপ্তরের আধিকারিক লেবুতলা পার্কে যান। প্রায় এক ঘণ্টা ধরে তারা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তারা জানান, বড় ধরনের কোনও ত্রুটি দেখা যায়নি। প্যান্ডেলের কাঠামোর কোনও সমস্যা নেই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা জানান কোনও সমস্যা হয়নি। এর পরই সন্তোষ মিত্র স্কোয়্যারের ঠাকুর দেখার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে পুলিশ পুজো উদ্যোক্তাদের বিশেষ নজরদারি চালাতে বলেছে। ফের যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য দর্শকদের ধাপে ধাপে প্রবেশ করানোর কথা বলা হয়েছে।

[পরনে সোনার শাড়ি, ত্রিনয়নে সিসিটিভি নিয়ে তাই ভিড়ে নজর স্বয়ং উমার

পুলিশ সূত্রে খবর, নবমীর রাতে সন্তোষ মিত্র স্কোয়্যারের বা লেবুতলা পার্কের পুজো মণ্ডপের ঝাড় থেকে ফুলকি বেরিয়েছিল। এতে দর্শনার্থীদের বিপদ হতে পারে এই যুক্তি দেখিয়ে পুলিশ পুজো বন্ধ করে দেয়। রাত একটা থেকে দর্শনার্থীরা আর মণ্ডপে ঢুকতে পারেননি। বিসর্জনের আগে আপাতত স্বস্তি সন্তোষ মিত্র স্কোয়্যারে।

The post ১৪ ঘণ্টা পর কাটল জট, খুলে গেল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement