shono
Advertisement

৫০ বছর পর নিজের পরিবারকে ফিরে পেলেন এই নাগা মহিলা

নেপথ্যে বেঙ্গল ক্যাডারের এক মহিলা আইএএস অফিসার৷ The post ৫০ বছর পর নিজের পরিবারকে ফিরে পেলেন এই নাগা মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:07 PM Oct 15, 2017Updated: 11:37 AM Oct 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাড়ির অমতে ভালবেসে ভিনধর্মের এক যুবককে বিয়ে করেছিলেন৷ পাঞ্জাবের লেহরাগাগা শহরে সেনা অফিসার স্বামীর সঙ্গে সংসার পাতেন নাগাল্যান্ডের মেয়ে অনিতা৷ কিন্তু, শিকড়ের টান কি আর এত সহজে ছিঁড়ে ফেলা যায়! তাই নিজের পরিবারের লোকেদের দেখা করার জন্য অধীর হয়ে উঠেছিলেন অনিতা৷ কিন্তু, বহু চেষ্টা করেও নাগাল্যান্ডে ডিমাপুরে পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি৷ এভাবেই কেটে যায় পাঁচ-পাঁচটি দশক৷ অবশেষে বেঙ্গল ক্যাডারের এক মহিলা আইএএস অফিসারে সৌজন্যে ফের নিজের পরিবারের লোকেদের সঙ্গে দেখা হল অনিতার৷

Advertisement

[বাক স্বাধীনতা রক্ষার লড়াইয়ে টাইম ম্যাগাজিনের স্বীকৃতি গুরমেহরকে]

সালটা ১৯৬৭৷ অনিতা তখন  আঠেরো বছরের কিশোরী৷ তরুণ সেনা অফিসার ভাকিল চন্দের প্রেমে পড়ে যান তিনি৷ কিন্তু, ভাকিল চন্দের পরিবার ছিল হিন্দু৷ আর অনিতারা খ্রীস্টান৷ ভিনধর্মের এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নেয়নি অনিতার পরিবার৷ ১৯৬৮ সালে বাড়ির অমতে বিয়ে করেন ভাকিল ও অনিতা৷ বিয়ের পর স্বামীর সঙ্গে পাঞ্চাবের লেহরাগাগা শহরে চলে আসেন অনিতা৷ সেখানেই সংসার পাতেন তাঁরা৷ এই দম্পতির দুই ছেলে৷ দুজনেরই বয়স এখন চল্লিশ পেরিয়েছি৷ বিবাহিত জীবন সুখের হলেও, কোথায় যেন একটি শূন্যতা গ্রাস করছিল অনিতাকে৷ ডিমাপুরে ফেলে আসা পরিবারের লোকেদের দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল৷ চেষ্টা করেছিলেন বিস্তর৷ কিন্তু লাভ হয়নি৷ পরিবারের লোকেদের কথা ভেবে যখন ক্রমেই হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখনই অনিতার সঙ্গে দেখা হয় বেঙ্গল ক্যাডারের আইএএস অফিসার প্রীতি গোয়েলের৷ প্রীতি, অনিতাকে কথা দিয়েছিলেন, ডিমাপুরে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করিয়ে দেবেন৷ কথা রেখেছেন ওই মহিলা আইএএস অফিসার৷ প্রীতির উদ্যোগে পঞ্চাশ বছর পর ডিমাপুরে গিয়ে পরিবারের লোকজনের দেখা করে এসেছেন অনিতা৷

[১৫ লক্ষ টাকা কবে পাব? প্রধানমন্ত্রীকে চিঠি কেরলের কৃষকের]

তবে পঞ্চাশ বছর সময়টা তো কম নয়৷ একদিন যাঁদের ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন, তাঁদের অনেকেই আজ আর পৃথিবীতে নেই৷ অনিতা বলেন, ‘পরিবারের সঙ্গে দেখা হয়েছে৷ আমি খুব খুশি৷ আমার কাছে এটা স্বপ্নের মতো৷ তবে আমি, মার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম৷ কিন্তু, মা মারা গিয়েছেন৷ তবে ভাই ও তাদের পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি৷’

[ফেসবুক সহায়, নাবালিকা বিবাহ প্রমাণ করে মুক্তি তরুণীর]

জানা গিয়েছে, যাঁর জন্য অনিতা ফের তাঁর পরিবারকে খুঁজে পেলেন, সেই মহিলা আইএএস অফিসার প্রীতি গোয়েল এখন কর্মসূত্রে হুগলিতে থাকেন৷ বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ তবে প্রীতির মা কান্তা গোয়েল এখনও লেহরাগাগা শহরেই থাকেন৷ তিনি জানিয়েছেন, বিয়ের পর প্রথম কয়েক বছর সুখেই কেটেছিল ওই দম্পতির৷ কিন্তু, পরে নিজের পরিবারের লোকেদের অভাব বুঝতে পারেন অনিতা৷ কান্তা গোয়েল বলেন, ‘প্রায়ই উনি আমাদের বাড়িতে আসতেন৷ মেয়ের সঙ্গে গল্প করতেন৷ একদিন কথায় কথায়, নিজের পরিবারের কথা মেয়ে জানান৷’  এরপরই প্রীতি গোয়েল ডিমাপুরে অনিতার পরিবারকে খুঁজে বের করার উদ্যোগ নেন৷ পেয়েও যান৷ প্রায় দু’বছরের চেষ্টায় অনিতাকে তাঁর  পরিবারের লোকেদের সঙ্গে মিলিয়ে দিলেন তিনি৷

[ভারতে বিপদে পড়ে রুশ নাগরিকের ভিক্ষা, পাশে বিদেশমন্ত্রী]

The post ৫০ বছর পর নিজের পরিবারকে ফিরে পেলেন এই নাগা মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement