shono
Advertisement

জানেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু ইনিংসটি কাদের উৎসর্গ করলেন যুবরাজ?

জানলে আপনিও গর্ববোধ করবেন। যুবরাজের এই অনন্য কীর্তিকে Like/Share করে ছড়িয়ে দিন দুনিয়াভর। The post জানেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু ইনিংসটি কাদের উৎসর্গ করলেন যুবরাজ? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:57 AM Jun 05, 2017Updated: 07:00 AM Jun 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এজবাস্টনে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। ১২৪ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ‘বিরাট’ জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। দলের প্রত্যেকটি সদস্য এই জয়ে অবদান রাখলেও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বেছে নেওয়া হয় যুবরাজ সিং-কে। ৩২ বলে যুবির ৫৩ রানের ইনিংসই ভারতকে বড় রানের ভিত গড়ে দেয়। ম্যাচে ব্যাটিংয়ের সময় পাক বোলাররা যুবরাজের নির্মম রূপটিই দেখেন। কিন্তু ম্যাচের পর দেখা গেল যুবরাজের মানবিক মুখ। পাকিস্তানের বিরুদ্ধে করা লড়াকু ইনিংসটি উৎসর্গ করলেন ক্যানসার রোগ থেকে যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের উদ্দেশে। পাশাপাশি ম্যাচের আগের দিনই লন্ডনে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তাও দিলেন তিনি।

Advertisement

[আজ মহাকাশে পাড়ি দেবে ভারতের সবচেয়ে ভারী রকেট]

প্রসঙ্গত, সোমবারই ‘ক্যানসার সারভাইভার ডে’। যাঁরা মারণরোগকে হারিয়ে নতুন জীবন ফিরে পেয়েছে, তাঁদের উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়। সেই দলে রয়েছেন যুবরাজও। ২০১১ সালে বিশ্বকাপ চলাকালীনই শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। সেখান থেকেই ফের একবার ফিরে এসেছেন ক্রিকেটের বাইশ গজে। তাই ‘ক্যানসার সারভাইভার ডে’- প্রাক্কালে তাঁদের উদ্দেশেই নিজের ইনিংসটি উৎসর্গ করলেন তিনি। এদিকে, যুবরাজের দলে থাকা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে এদিনের এই ইনিংসের পর তাঁরাও চুপ করে যাবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

[ফিদায়েঁ হামলা চালাতে এসে সেনার গুলিতে নিকেশ চার জঙ্গি]

এদিন ম্যাচের পর নিজের টুইটার হ্যান্ডেলে যুবির টুইট, ‘আমার ইনিংসটি সেই সব নায়ক ও যোদ্ধাদের উৎসর্গ করছি যাঁরা কিনা ক্যানসারের মতো মারণরোগকে হারিয়েছে। এর পাশাপাশি লন্ডন হামলায় আক্রান্তদের জন্যও সমবেদনা জানাচ্ছি। তাঁদের জন্য প্রার্থনা করছি।টুইটের সঙ্গে ‘ ম্যান অফ দ্য ম্যাচ’-এর ট্রফি হাতে একটি ছবিও পোস্ট করেন যুবরাজ।

 

The post জানেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু ইনিংসটি কাদের উৎসর্গ করলেন যুবরাজ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement