সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও গোটা দেশে শোরগোল ফেলেছে৷ এবার যেন সে আগুনে ঘৃতাহুতি দিল আর এক জওয়ানের চিঠি৷ সেনার অন্দরের দুর্নীতি নিয়ে আরও একবার হাটে হাঁড়ি যেন ভাঙল সেনার এই চিঠি৷ ওই জওয়ান জানিয়েছেন, সেনার অন্দরে কথায় ও কাজে বিস্তর প্রভেদ৷ ফলে ঠিকমত খাবার, পোশাক কোনওটিই পান না তাঁরা৷
দেশের প্রহরায় যাঁরা অতন্ত্র, তাঁদের খাবার বলতে কটা পোড়া পরোটা৷ ডাল বলতে দেওয়া হয় হলুদগোলা জল৷ এমনই মর্মান্তিক ভিডিও ফাঁস করেছিলেন জওয়ান তেজ বাহাদুর যাদব৷ যদিও তারপর থেকেই বিস্তর চাপানউতোর চলছে৷ ওই জওয়ান মদ্যপ ও বিশৃঙ্খল ছিল বলে অভিযোগ করেছে বিএসএফ৷ পাল্টা প্রশ্ন তুলেছে জওয়ানের পরিবারও৷ জওয়ান যদি মদ্যপ হয় তাহলে তিনি বাহিনীতে কাজই বা করছিলেন কী করে, প্রশ্ন পরিবারের সদস্যদের৷ এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ওই জওয়ানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী৷ পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
(খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার)
একদিকে যখন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তখনই সামনে এল এক জওয়ানের চিঠি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে চিঠিটি৷ রাজনাথ সিংয়ের কাছে পাঠানো চিঠিতেও একই অভিযোগ৷ চিঠির লেখক জওয়ান জানাচ্ছেন, সেনাদের সম্পর্কে যা নিয়ম আর বাস্তবে যা হয়, তার মধ্যে অনেক ফারাক৷ না দেওয়া হয় ঠিকঠাক খাবার, না পোশাক৷ এমনকী আট ঘণ্টা কাজের কথা থাকলেও প্রায় প্রতিদিনই ২০ ঘণ্টা করে কাজ করতে হয় তাঁদের৷
(দুর্নীতির অভিযোগ জানানো জওয়ান মদ্যপ, দাবি বিএসএফের)
প্রায় ৯ পাতার ওই গোপন চিঠিতে সেনার অন্দরের কোনও গোপন কথা জানাতেই রাখঢাক করেননি তিনি৷ খাবার থেকে পোশাক নিয়ে অসন্তোষ তো আছেই৷ অস্ত্র ও আবাসন নিয়েও যে ঘোর দুর্নীতি চলছে সেনা অন্দরে তাও চিঠিতে জানিয়েছেন ওই জওয়ান৷ এক জওয়ানের ভিডিওর পর আর এক জওয়ানের এই চিঠি স্বাভাবিকভাবেই সেনার অন্দরের পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে৷
উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের
সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের
The post খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের appeared first on Sangbad Pratidin.