সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্লট বদলালেও লাভের লাভ কিছুই হয়নি! শেষ হচ্ছে ‘মেয়েবেলা’। আগামী ১৫ জুন সিরিয়ালের শুটিং শেষ করার নির্দেশ দিয়েছিল প্রযোজনা সংস্থা সুরিন্দর। সেইমতোই একদিন আগে শেষবারের মতো শুটিং হল ‘মেয়েবেলা’র। মাত্র পাঁচ মাসেই আয়ু ফুরল স্টার জলসার ধারাবাহিকের। পরিচালক সুমন দাস নিজে সেই খবরে সিলমোহর দিয়েছেন।
স্বাভাবিকভাবেই ‘মেয়েবেলা’ শেষ হওয়ায় মন খারাপ গোটা ইউনিটের। পরিচালক সুমন জানিয়েছেন, “মনের মতো সিরিয়াল পরিচালনা করতে পেরে ভালই লাগছিল। কিন্তু এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। অবশ্য ভাল জিনিস তাড়াতাড়ি শেষ হওয়াই ভাল। এতে মানুষের একঘেয়েমি আসে না।”
প্রসঙ্গত, কানাঘুষো শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর সঙ্গে চ্যানেলের বিরোধের জেরেই শেষ হচ্ছে এই সিরিয়াল। কারণ যে সিরিয়াল আগে প্রাইম স্লট ৭টায় চলত, সেখানে বিগ বাজেট এই ধারাবাহিক বিকেল ৫টায় দেখাতে নারাজ সুরিন্দর। উপরন্তু রিপিট টেলিকাস্টের সময়ও দেওয়া হয়নি। আগামী ২৩ জুন, শুক্রবার নাকি শেষবারের মতে স্টার জলসার পর্দায় দর্শকরা দেখতে পাবেন মৌ-ডোডোর পরিবারকে।
[আরও পড়ুন: কারিগরদের ২ বছরের শ্রম পণ্ড? ‘রামায়ণ’ গায়ে জড়িয়ে বিতর্কে পর্দার ‘সীতা’ কৃতী!]
উল্লেখ্য, এক মাস ধরেই খবরের শিরোনামে ‘মেয়েবেলা’। ‘বিথী মাসি’র চরিত্র থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর হইচই হয়েছে টেলিদুনিয়ার অন্দরমহল থেকে সমাজ মাধ্যমে। তবে বিতর্কে লাভের লাভ কিছুই হয়নি! বরং সরাসরি প্রভাব পড়েছে TRP-তে।
‘মেয়েবেলা’য় ‘বিথী মাসি’র চরিত্রে এখন দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। মৌয়ের নতুন শাশুড়িতে সম্ভবত মন মজছে না দর্শকদের। তাই প্রভাব পড়েছে টিআরপিতে। তবে সম্প্রতি TRP তালিকার শেষ দশে নাম উঠেছিল ‘মেয়েবেলা’। দর্শকও ফিরছিল। তবে তা সত্ত্বেও বন্ধ হচ্ছে সংশ্লিষ্ট ধারাবাহিক।