কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভর সন্ধ্যা। রাস্তায় ভিড়। এক মহিলা মুখে চামড়ায় জুতো নিয়ে হাঁটছেন। পিছনে পরিবারের লোক। দৃশ্য দেখে হকচকিয়ে যায় পথচলতি মানুষ। খবর যায় পুলিশে। ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় এক ওঝার নিদানে 'ভূত ছাড়াতে' এই কাজ করেছে পরিবার।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত চুয়াপুর সুকান্তপল্লিতে। এলাকার বাসিন্দা এক মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ। ওই মহিলাকে বহরমপুর শহর এবং তার আশেপাশের এলাকায় একাধিক ডাক্তার দেখানো হলেও তাঁর মানসিক সমস্যার উন্নতি হয়নি বলে দাবি পরিবারের। অগত্যা স্থানীয় এক কবিরাজি ওঝার দ্বারস্থ হয় পরিবার। ওঝার দেওয়ার নিদানে জুতো মুখে প্রায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটানোর অভিযোগ উঠল তাঁরই পরিবারের বিরুদ্ধে।
[আরও পড়ুন: মুরগিকে খাবার দিতে গিয়ে অঘটন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের]
পরিবারের দাবি, দীর্ঘ চিকিৎসার পর কিছুতেই লাভ না হওয়ায় তাঁরা হাতা কলোনি এলাকায় এক কবিরাজের শরণাপন্ন হন। সেই কবিরাজ জানান, মহিলাকে ভূতে ধরেছে। তিনি নিদান দেন, জুতো মুখে ঘোরালে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। সেই মোতাবেক কাজ করেন বাড়ির লোকেরা। পুলিশ কেএন কলেজের ঘাটের কাছে ওই মহিলাকে দেখতে পেয়ে উদ্ধার করে। সবটা শুনে চিকিৎসার জন্য তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কথা বলা হয় পরিবারের লোকজনকে।