সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমার হাল ফেরানোর কথা অহরহ শোনা যায়। তাতে দিশা দেখানোর কাজটি শুরু করেছিল এসভিএফ প্রযোজিত ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ (The Eken: Ruddhaswas Rajasthan)। সাফল্যের ব্যাটন এবার এগিয়ে নিয়ে যাচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের ‘ফাটাফাটি’ (Fatafati)। গত শুক্রবার মুক্তি পেয়েছে আবির-ঋতাভরীর সিনেমা। মাত্র কয়েকটা দিনেই লোকমুখে ছড়িয়ে পড়েছে এর সুখ্যাতি। সুফল পাওয়া যাচ্ছে বক্স অফিসেও।
নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় তৈরি ‘ফাটাফাটি’। ছবির মাধ্যমে বডি শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে তিনি জানান, শুক্রবার থেকেই ছবির বক্স অফিস রিপোর্ট বেশ ভাল। রবিবার ছুটির দিনে বেশিরভাগ শো-ই হাউসফুল গিয়েছে। বাকি হলগুলি ৮৫-৯০ ভাগ দর্শকে পরিপূর্ণ ছিল। ডিস্ট্রিবিউটর বাবলু দামানির তরফ থেকে জানা গিয়েছে, তিন দিনে মোট ষাট লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।
[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন ]
অরিত্র জানান, নন্দনের পাশাপাশি প্রিয়া, নবীনা, অশোকার মতো সিঙ্গল স্ক্রিনগুলিও রমরমিয়ে চলছে ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্ত অভিনীত ছবি। সোমবার সপ্তাহের প্রথমদিনও নন্দনে বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অনির্বাণ চক্রবর্তী অভিনীত ছবি ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। পঁচিশ দিনে প্রায় তিন কোটি ব্যবস্থা করেছে ছবিটি। ‘ফাটাফাটি’র ক্ষেত্রেও বেশ ভালই লক্ষ্মীলাভ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দর্শকদের এত ভালবাসা পাচ্ছেন, তাই-ই পরিচালক অরিত্রর সবচেয়ে বড় পাওনা। পরিচালক জানান, বেহালার একটি গোটা কমপ্লেক্সের সমস্ত বাসিন্দা একসঙ্গে টিকিট কেটে সিনেমাটি দেখতে এসেছিলেন। আর তাঁরা ছবির সুখ্যাতি শুনেই এসেছিলেন। নন্দন, পিভিআর ডায়মন্ড প্লাজা, সাউথ সিটিতেও অনেকে দ্বিতীয়বার ছবিটি দেখছেন। এর থেকে ‘ফাটাফাটি’ আর কীই-বা হতে পারে!