shono
Advertisement

পর্যটনের ভরা মরশুমে সুন্দরবনে ফের বাঘের দেখা, উচ্ছ্বসিত পর্যটকেরা

দেখুন ভিডিও।
Posted: 11:47 AM Dec 30, 2021Updated: 11:53 AM Dec 30, 2021

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বাঘের (Royal Bengal) দেখা মিলল সুন্দরবনে। লঞ্চ থেকেই দক্ষিণরায়কে ক্যামেরাবন্দি করলেন পর্যটকেরা। কুলতলির পর সুধন্যখালি এলাকায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের। বেড়াতে এসে তার দেখা পেয়ে বেজায় খুশি কলকাতার পর্যটকেরা।

Advertisement

ভরা পর্যটনের মরশুম। সুন্দরবনে (Sundarban) বেড়াতে এসেছেন বহু মানুষ। কলকাতা থেকেও সেখানে বেড়াতে গিয়েছেন অনেকে। এমনই একদল পর্যটক লঞ্চে চড়ে সুধন্যখালি এলাকায় ঘুরছিলেন। জলে কুমীর আর ডাঙায় বাঘ দেখতেই তাদের আগমন। তাদের খালি হাতে ফেরালেন না বনবিবি-ও। দেখা মিলল দক্ষিণরায়ের।

[আরও পড়ুন: ২৬/১১-র ধাঁচে নদীপথে জঙ্গি হামলা হতে পারে কলকাতায়! রুখতে গঙ্গায় নতুন জেটি পুলিশের]

প্রথমে ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। পরে নদীতে নেমে সাঁতার কেটে ওপাড়ের জঙ্গেলে মিশে যায়। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। প্রথমে এত কাছ থেকে বাঘের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। তার দেখা পাওয়ায় আনন্দে মেতে ওঠেন তাঁরা।

 

এই মরশুমে সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়। হোটেলগুলিতেও ভিড় বাড়ছে ক্রমশ। বাঘ দেখার উৎসাহে ম্যানগ্রোভের জঙ্গলে একের পর এক খাঁড়ি ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তবে সৌভাগ্যবান কিছু পর্যটক প্রতিনিয়ত দেখা পান বাঘের।

 

[আরও পড়ুন: ৪ বছরের পরকীয়ার পরও পালাতে নারাজ দেওর, পিংলায় আত্মহত্যা রাজমিস্ত্রির স্ত্রী-র]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই  বাঘই হাজির হয়েছিল পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে ছিলেন ঘরের মধ্যেই। বাঘের ভয়ে পর্যটকদের এভাবে হোটেলে আটকে থাকার ঘটনা বিগত কয়েক বছরে চোখে পড়েনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) সুন্দরবনের পিরখালি জঙ্গল থেকে পাখিরালয়ের সোনারগাঁ এলাকার লোকালয়বেষ্টিত জঙ্গলে ঢুকে পড়ে। মৎস্যজীবীরা তা দেখতে পান। এলাকাবাসীকে সজাগ করেন তাঁরাই। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন হোটেলগুলিতে। আর পাখিরালায় দ্বীপে বাঘ ঢোকার খবরে আতঙ্ক বাড়ে পর্যটকদের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার