shono
Advertisement

প্রবল বানে ভাঙল আহিরীটোলা জেটি ঘাট, জখম ২

এই বিপত্তির পর বন্ধ পরিষেবা। The post প্রবল বানে ভাঙল আহিরীটোলা জেটি ঘাট, জখম ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:50 PM Sep 01, 2019Updated: 02:50 PM Sep 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বানে ভাঙল উত্তর কলকাতার আহিরীটোলা জেটি ঘাট। জোয়ারের জলে ভেঙে যায় মূল জেটির একাংশ। ঘটনায় দু’জন জখম হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এই বিপত্তির পর থেকে আপাতত বন্ধ পরিষেবা।

Advertisement

[আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে কেঁপে উঠল বউবাজার, একাধিক বাড়িতে ফাটল]

রবিবার বেলা নাগাদ গঙ্গায় প্রবল জোয়ার আসে। ঢেউ এতই শক্তিশালী ছিল যে জলের তোড়ে ভেঙে যায় জেটিটি। জখম হন দু’জনে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। খবর পৌঁছায় কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের কাছে। তিনি বলেন, “এখানে বান আসার ফলেই জেটিটি ভেঙে যায়। সেই সময় অন্তত ১৫জন ছিলেন। যদিও ওদের উপরে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু একজন স্থানীয় এবং আরেক কর্মী পড়ে যান। তবে কারুরই বিশেষ চোট লাগেনি।” অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “ভয়ের কিছু নেই। একজন কর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। যেহেতু বানের খবর আগে থেকে দেওয়া থাকে, তাই বড়সড় কোনও বিপদ হয়নি।”

[আরও পড়ুন: চোখের সামনে কারগিল যুদ্ধ দেখতে চান? চলে আসুন কলকাতার এই মিউজিয়ামে]

জেটি ঘাট ভেঙে বিপত্তির ঘটনা জানানো হয় রাজ্য ভূতল পরিবহণকেও। আপাতত বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবাও। রবিবার হওয়ায় যাত্রীদের সংখ্যা কিছুটা কম। তাই কিছুটা হলেও ভোগান্তি লাঘব হয়েছে। তবে কবে আবার পরিষেবা স্বাভাবিক করা সম্ভব, তা এখনও জানা যায়নি। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

The post প্রবল বানে ভাঙল আহিরীটোলা জেটি ঘাট, জখম ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার