সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল নতুন ঝাঁ চকচকে রাস্তা। হয়ে গেল খানা-খন্দে ভরা ধ্বংসাবশেষ। সৌজন্যে স্থানীয় বিজেপি (BJP) বিধায়কের কতিপয় সঙ্গী তথা দুষ্কৃতী। ঘটনাস্থল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর। অভিযোগ, ‘গুন্ডা ট্যাক্স’ বা তোলা না পেয়ে বিধায়কের সঙ্গীরা ওই সাত কিলোমিটার রাস্তা জেসিবি দিয়ে খুঁড়ে নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, শ্রমিকদের মারধর করে যন্ত্রপাতিতে তারা আগুন ধরিয়ে দেয়। অপরাধ, ঠিকাদার তোলা দিতে অস্বীকার করেন।
সংশ্লিষ্ট ঠিকাদার শকুন্তলা সিং আবার ঘটনাচক্রে যোগী আদিত্যনাথের নিজের এলাকা গোরক্ষপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, নিজেকে কাটরার স্থানীয় বিধায়ক বীরবিক্রম সিংয়ের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে জগবীর সিং নামে এক ব্যক্তি ও তার সঙ্গীরা নির্মাণে বাধা দেন। পাশাপাশি মোটা টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় জনগণের সম্পত্তি ওই রাস্তা নষ্ট করে দেন।
[আরও পড়ুন: পরবর্তী ত্রৈমাসিকের রেপো রেট ঘোষণা করল RBI, গাড়ি-বাড়ির EMI কি বাড়ছে?]
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানান, অভিযুক্ত জগবীরকে প্রায়শই স্থানীয় বিধায়কের সঙ্গে দেখা যেত। ওই রাস্তা তৈরির বাজেট ছিল ১২ কোটি। স্থানীয় বিধায়কের সঙ্গীরা সে জন্য বিপুল টাকা দাবি করেছিল। জগবীর ও তাঁর ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় সঙ্গীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় বিধায়কের জবাব, “ওই ঠিকাদার অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছিলেন। আমি তা নিয়ে প্রশ্ন করায় নিজেই হয়তো রাস্তা নষ্ট করেছেন। যাতে তাঁর দিকে আঙুল না ওঠে এবং বিমার টাকা মেলে, সে জন্য এফআইআর করেছেন।”
অভিযোগ সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক উমেশ সিং। তিনি জানান, “এই ধরনের ঘটনা আমরা বরদাস্ত করব না। এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জগবীর-সহ বাকিরা পলাতক। তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।” অভিযুক্তদের কাছ থেকে মেরামতির টাকা আদায়ের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।