shono
Advertisement

দিল্লির এইমসের অগ্নিকাণ্ডে অডিটের নির্দেশ কেন্দ্রের, থানায় দায়ের অভিযোগ

রবিবার এবি উইংয়ে রোগীদের ফেরানো হতে পারে৷ The post দিল্লির এইমসের অগ্নিকাণ্ডে অডিটের নির্দেশ কেন্দ্রের, থানায় দায়ের অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:43 AM Aug 18, 2019Updated: 11:51 AM Aug 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির এইমসের অগ্নিকাণ্ডে অডিটের নির্দেশ কেন্দ্রের৷ এইসম কর্তৃপক্ষকে পুলিশ ফায়ার সেফটি অডিটের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ আগুনে ইতিমধ্যেই ভস্মিভূত হয়েছে বেশ কিছু নমুনা এবং দরকারি নথিপত্র৷

Advertisement

দেশের সবথেকে বড় ও অন্যতম প্রধান কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এইমসে শনিবার বিকেল পাঁচটা নাগাদ ভয়াবহ আগুন লাগে৷ দু’ঘণ্টারও বেশি সময় ধরে দমকলের ৩৯টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে৷ যদিও কোনও হতাহতে খবর নেই৷ তবে এঘটনায় বেশ কয়েকজন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে৷ অনেক রোগীর রিপোর্ট এবং রক্ত ও মূত্রের নমুনা নষ্ট হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ মূলত ল্যাব ও ডাক্তারদের অফিসঘর এলাকায় আগুন লাগায় অগ্নিকাণ্ডের কবলে পড়তে হয়নি রোগীদের৷ প্রসঙ্গত, এই এইমসেই চিকিৎসা চলছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির৷ তবে ঘটনাস্থল থেকে নিউরো সার্জরির ব্লক অনেকটা দূরে হওয়ায় সেখানে আতঙ্ক ছড়ায়নি৷ অগ্নিকাণ্ডের ঘটনায় হৌজখাস থানার এফআইআর দায়ের করা হয়েছে৷

[আরও পড়ুন: বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা]

গত তিরিশ বছর ধরে এই হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, এর আগে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হননি তিনি৷ এর ফলে এমার্জেন্সি বিভাগের চিকিৎসায় প্রভাব পড়ে বলেও জানান তিনি৷ রোগীরা দীর্ঘক্ষণ এসে অপেক্ষা করতে থাকেন৷ কিন্তু পরিষেবা মেলেনি৷ তবে আজ, রবিবার এবি উইংয়ে রোগীদের ফেরানো হতে পারে৷

তবে এই প্রথমবার নয়৷ গত মার্চেও ট্রমা সেন্টারে অপারেশন থিয়েটারের কাছে আগুন লেগেছিল৷ সেসময়ই রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছিল৷ শনিবারের আগুনের কারণ হিসাবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথাই বলা হচ্ছে৷ অবশ্য অডিটের পরই সঠিকভাবে জানা যাবে আগুন লাগার আসল কারণ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও উঠে আসতে অডিট রিপোর্টে৷

[আরও পড়ুন: জেএনইউ’র নাম বদলে রাখা হোক মোদির নামে, বিজেপি সাংসদের মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

The post দিল্লির এইমসের অগ্নিকাণ্ডে অডিটের নির্দেশ কেন্দ্রের, থানায় দায়ের অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার