shono
Advertisement

Breaking News

জন্মদিনের পার্টিতে তরুণী চিকিৎসককে ‘ধর্ষণ’, পলাতক এইমসের সিনিয়র ডাক্তার

লজ্জায় প্রথমে ঘটনাটি লুকিয়ে যান ওই তরুণী চিকিৎসক।
Posted: 09:59 AM Oct 16, 2021Updated: 09:59 AM Oct 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের পার্টি চলাকালীন এইমসের ক্যাম্পাসেই ধর্ষণের (Rape) অভিযোগে সরব তরুণী চিকিৎসক। কাঠগড়ায় তাঁরই সিনিয়র আরও এক চিকিৎসক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত ২৬ সেপ্টেম্বর। ওইদিন এইমসের (AIIMS) ক্যাম্পাসে এক চিকিৎসকের জন্মদিনের পার্টি ছিল। তাতেই যোগ দেন ওই তরুণী চিকিৎসক এবং তাঁর সিনিয়র। তরুণী চিকিৎসক জানান, তিনি এবং তাঁর সিনিয়র পার্টিতে মদ্যপান করেছিলেন। তাই আর বাড়ি ফিরবেন না বলেই সিদ্ধান্ত নেন তরুণী চিকিৎসক। তাঁর সিনিয়র এইমসের আবাসনেই থাকেন। তরুণীর অভিযোগ, সিনিয়র গভীর রাতে তাঁকে তাঁর ঘরে ডেকে পাঠান। যানও তিনি। তারপরই সিনিয়র তাঁকে ধর্ষণ করে। তাঁর দাবি, স্ত্রী এবং সন্তান রয়েছে ওই সিনিয়র চিকিৎসকের। তবে ঘটনার দিন কেউই বাড়িতে না থাকার সুযোগে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে বলে অভিযোগ।

[আরও পড়ুন: চার্চে বৈঠক চলাকালীনই ব্রিটিশ সাংসদের উপর ছুরি হামলা, তীব্র চাঞ্চল্য]

লজ্জায়, আতঙ্কে ঘটনাটি লুকিয়ে যান তিনি। কাউকেই কিছু বলেননি। গত ১১ অক্টোবর হজ খাস থানায় অভিযোগ দায়ের করেন তরুণী চিকিৎসক (Doctor)। তাঁর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৭৭ ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ইতিমধ্যে সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি। মহিলার মেডিক্যাল টেস্টও করা হয়েছে। তবে ধর্ষণের প্রমাণ মিলেছে কিনা, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত তথ্যের খোঁজে জন্মদিনের পার্টিতে থাকা প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: সম্পর্কের স্বীকৃতি, বিজয়া দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরালেন শোভন চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement