shono
Advertisement

Breaking News

এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত চালক, গুরুতর আহত দুই চিকিৎসক

গোটা ঘটনা জানিয়ে টুইটারে বিমানচালকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ The post এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত চালক, গুরুতর আহত দুই চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Mar 07, 2017Updated: 09:09 AM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটা দিনের মতোই কাজে বেরিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট অরুণাক্ষ নন্দী৷ কিন্তু রবিবার আর বাড়ি ফেরা হল না তাঁর৷ রোগী উড়িয়ে আনতে গিয়ে নিজেই প্রাণ হারালেন এই বাঙালি৷ ব্যাংককের কাছে ভেঙে পড়ল মেডান্টা হাসপাতালের বিমান৷ ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি৷ গুরুতর জখম অবস্থায় ব্যাংককের হাসপাতালে ভর্তি অ্যাম্বুলেন্স বিমানে থাকা দুই চিকিৎসক৷

Advertisement

(ধর্ষণে বাধা দেওয়া উচিত ছিল কিশোরীর, ফাদারের সমর্থনে চার্চ)

গত বরিবার সকাল পৌণে ন’টা নাগাদ রাজধানী দিল্লি থেকে রওনা দিয়েছিল গুরগাঁওয়ের পিলাটাস পিসি ১২ বিমানটি৷ ব্যাংকক থেকে একজন রোগীকে উড়িয়ে দিল্লি আনার উদ্দেশেই পাঁচজনকে নিয়ে পাড়ি দেয় বিমান৷ কলকাতায় জ্বালানি ভরে তাইল্যান্ড যাচ্ছিল বিমানটি৷ কিন্তু যান্ত্রিক ক্রুটির জন্য ব্যাংকক থেকে ৭৩০ কিলোমিটার দূরে নাখন প্যাথম বিমানবন্দরের কাছে ক্র্যাশ ল্যান্ডিং করতে হয় চালককে৷ তখনই বিমানে আগুন লেগে যায় এবং তা ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে মৃত্যু হয় বিমান চালক অরুণাক্ষর৷ দুই চিকিৎসক ড: শৈলেন্দ্র এবং ড: কমলকে ব্যাংকক হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন বলে খবর৷ বাকি দু’জনের চোট ততটা গুরুতর নয় বলে জানা গিয়েছে৷

(শৌচালয়ে দুর্গন্ধ, জরুরি অবতরণ বিমানের)

গোটা ঘটনা জানিয়ে টুইটারে বিমানচালকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দুই চিকিৎসককে সুস্থ করে তোলার সবরকম চেষ্টা করা হচ্ছে বলেও জানান বিদেশমন্ত্রী৷

The post এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত চালক, গুরুতর আহত দুই চিকিৎসক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement