shono
Advertisement

জাতীয় দলে অভিষেক আরও এক বঙ্গপেসারের, টেস্ট ক্যাপ পেয়েই প্রণাম মাকে

রাঁচিতে কেমন হল ভারতের প্রথম একাদশ?
Posted: 09:08 AM Feb 23, 2024Updated: 09:42 AM Feb 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে বাংলার আরও এক পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক হল আকাশ দীপের (Akash Deep)। ম্যাচ শুরুর আগে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। জশপ্রীত বুমরাহর পরিবর্তে দলে সুযোগ পেলেন আকাশ। তবে রাঁচি টেস্টের টসে হেরে গেলেন রোহিত শর্মা। 

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যে শুরু তৃণমূল-কংগ্রেস জোট আলোচনা? নয়া ফর্মুলা নিয়ে হাজির খাড়গেরা

চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরেই শোনা যাচ্ছিল, তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে বাংলার তারকা পেসারকে। রাঁচির পিচে তাঁর বোলিং মোকাবিলা করা বেশ কঠিন হতে পারে ব্যাটারদের পক্ষে। সেই কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে আকাশ দীপকে (Akash Deep) প্রথম একাদশে সুযোগ দেওয়া হল। তবে ভারতীয় দলে আর কোনও পরিবর্তন করেননি অধিনায়ক রোহিত শর্মা। 

আকাশকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন হেড কোচ দ্রাবিড়। অভিষেকের পরেই মাঠের ধারে ছুটে আসেন আকাশ। প্রণাম করেন মাকে। পরিবারের সকলেই জড়িয়ে ধরে অভিনন্দন জানান বঙ্গ পেসারকে।  

অন্যদিকে, সিরিজের প্রথম ম্যাচে জিতলেও এখনও পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। সিরিজে ফিরতে হলে এই ম্যাচ জিততেই হবে স্টোকসবাহিনীকে। মরণবাঁচন ম্যাচে নামার আগে দলে দুটি পরিবর্তন করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বাদ পড়েছেন পেসার মার্ক উড। তাঁর বদলে এসেছেন অলি রবিনসন। অন্যদিকে স্পিনার রেহান আহমেদের পরিবর্তে নেওয়া হয়েছে পাক বংশোদ্ভূত শোয়েব বশিরকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। 

[আরও পড়ুন: রাজ চক্রবর্তীর ছবিতে মিঠুন-ঋত্বিক জুটি? টলিপাড়ায় জোর গুঞ্জন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement