shono
Advertisement

ছেলে অখিলেশকে দলে ফেরালেন মুলায়ম

রাত পোহাতেই কেন সিদ্ধান্ত বদল? প্রশ্ন রাজনৈতিক মহলে৷ The post ছেলে অখিলেশকে দলে ফেরালেন মুলায়ম appeared first on Sangbad Pratidin.
Posted: 07:50 PM Dec 31, 2016Updated: 03:14 PM Dec 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঢোক গিললেন মুলায়ম সিং যাদব৷ সমাজবাদী পার্টিতে ফিরিয়ে নেওয়া হল অখিলেশ যাদব ও রাম গোপালকে৷ একটি টুইট করে আজ একথা জানিয়েছেন শিবপাল যাদব৷  শনিবার, মুলায়মের বাসভবনে অখিলেশ যাদব ও রাম গোপালের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ সূত্রের খবর, ওই বৈঠকে পিতা-পুত্রের মধ্যে মধ্যস্ততা করেন আজম খান৷

Advertisement

উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই কি ফের কাছাকাছি পিতা-পুত্র? শিবপাল যাদব বলছেন, “নেতা জি-র সঙ্গে দেখা করেছি আমি৷ অখিলেশ ও আজম খান সেই সময় ওখানেই ছিলেন৷ আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়ব৷ সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে৷ টিকিটের বন্টন নিয়ে আলোচনা হবে দ্রুতই৷”

সূত্রের খবর, আজকের হাই প্রোফাইল বৈঠকে মুলায়ম সিংয়ের কাছে আজম খান জানতে চান, অখিলেশকে দল থেকে কেন তাড়ানো হল? অখিলেশ ঘনিষ্ঠরা আবার সমাজবাদী পার্টি থেকে অমর সিংকে বিতারিত করার দাবি তোলেন৷ এই বৈঠকের আগে আজ লখনউতে নিজের বাসভবনে দলীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অখিলেশ৷ মাত্র এক কিলোমিটার দূরে নিজের বাসভবনে বৈঠক ডাকেন মুলায়ম৷ কিন্তু দেখা যায়, ওই বৈঠকে অনেক নেতাই গরহাজির৷ বেগতিক বুঝে অখিলেশকে দলে ফেরানোর সিদ্ধান্ত হয়ে যায় ওই বৈঠকেই৷

বেশ কয়েকমাস ধরেই যাদব পরিবারে দ্বন্দ্ব চলছিল৷ একদিকে ‘নেতা জি’ মুলায়মের গোষ্ঠী, অন্যদিকে অখিলেশ ঘনিষ্টদের মধ্যে মতবিরোধ চরমে উঠেছিল৷ যদিও তা সামাল দিয়ে দলের ঐক্য বজায় রাখার চেষ্টা করছিলেন মুলায়ম৷ আপাত দৃষ্টিতে সে ঝামেলা মিটলেও নির্বাচনের তালিকা প্রকাশ নিয়ে ফের সমস্যা বাধে৷ তার জেরেই ছয় বছরের জন্য অখিলেশকে বরখাস্ত করা হয়েছিল সপা থেকে৷ গতকাল, মুলায়ম সিং যাদব স্বয়ং ওই ঘোষণা করার পর থেকেই তোলপাড় জাতীয় রাজনীতিতে৷ বরখাস্তের কারণ হিসেবে অখিলেশের বিরুদ্ধে দলীয় নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ দ্বিধাহীনভাবে ‘নেতা জি’ মুলায়ম জানান, ছেলে হলেও অখিলেশের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নিতেই হত৷ কেননা সবকিছুর থেকে দল আগে৷ দলকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ অবধারিত হয়ে উঠেছিল৷ কিন্তু রাত পোহাতেই সেই সিদ্ধান্ত কেন প্রত্যাহার করা হল, তা নিয়ে এখন নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷

The post ছেলে অখিলেশকে দলে ফেরালেন মুলায়ম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement