shono
Advertisement

মা হলেন জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর, ছেলে হল না মেয়ে?

২০১৬ সালের ৮ মার্চ চিরাগ অরোরার সঙ্গে বিয়ে হয় আকৃতি কক্করের।
Posted: 08:08 PM Nov 02, 2023Updated: 08:10 PM Nov 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর। বুধবার গায়িকার কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। স্বামীকে সঙ্গে নিয়ে সোশাল মিডিয়ায় সন্তান আসার সুখবর দিলেন আকৃতি।

Advertisement

সোশাল মিডিয়ায় আকৃতি লিখলেন, ”১লা নভেম্বর থেকে আমাদের পরিবারে ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে। আমাদের আদরের সন্তান আমাদের সঙ্গেই রয়েছে। ঈশ্বর আমাদের সবথেকে সুন্দর একটি অভিজ্ঞতা দিয়েছেন।” সঙ্গে আকৃতি আরও লিখলেন, ”আমরা আমাদের বাবা-মা এবং আমার বোনদের ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য।” চিকিৎসককেও ধন্য়বাদ জানিয়েছেন আকৃতি।

[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]

২০১৬ সালের ৮ মার্চ চিরাগ অরোরার সঙ্গে বিয়ে হয় আকৃতি কক্করের। বিয়ের প্রায় ৭ বছর পর অবশেষে সন্তান হওয়ার সুখবর শোনালেন আকৃতি।

[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement