সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল নাসের ক্লাবের সঙ্গে কোচ রুডি গার্সিয়ার বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই এপ্রিলেই। গার্সিয়া চলে যাওয়ার পরও আল নাসের-এর অবস্থা ফেরেনি। বরং আল নাসের সৌদি প্রো লিগ জিততে পারেনি। শোনা যায়, গার্সিয়ার সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল গার্সিয়ার। আল নাসের এবার গার্সিয়ার বিকল্প খুঁজে নিল। রোনাল্ডোর হেডস্যর লুইস ক্যাস্ট্রো (Luis Castro)।
৬১ বছর বয়সি ক্যাস্ট্রোর অভিজ্ঞতা অগাধ। বোটাফোগো থেকে আল নাসেরে আসছেন। অতীতে পোর্তো ও শাখতার ডোনেস্ক দলকে কোচিং করিয়েছেন ক্যাস্ট্রো। রোনাল্ডোর সঙ্গে তাঁর কাজ করতে সমস্যা হবে না বলেই মনে করছেন আল নাসের কর্তারা।
[আরও পড়ুন: কলকাতায় এল বিশ্বকাপ, রোহিতদের পাশে থাকার বার্তা ঝুলনের]
৩১ বছর বয়সি কার্ভালহো ২০১৮ সালে রিয়াল বেটিসে যোগ দেন। ডান পায়ের ডিফেন্সিভ মিডফিল্ডার কড়া ট্যাকলের জন্য বিখ্যাত। পর্তুগিজ জাতীয় দলের হয়ে ৮০টি ম্যাচ খেলেছেন কার্ভালহো। রোনাল্ডোর প্রিয় বন্ধু তিনি। সেই কারণেই আল নাসের ক্লাবে তাঁকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেখাচ্ছেন রোনাল্ডো।