সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঝলকেই আলিয়া বুঝিয়ে দিলেন, এবার পর্দায় তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়তে আসছেন অন্যান্য নায়িকাদের। এক ঝলকেই তিনি বুঝিয়ে দিলেন, শুধু মিষ্টি নায়িকা হয়ে থাকা, তার মোটেই অভ্যাস নয়। তাই তো নিজের ইমেজকে ভেঙে একেবারে অ্যাকশন অবতারে। তারই প্রমাণ জিগরার ট্রেলার। ভাইকে বাঁচাতে এক দিদির লড়াই। আর সেই ডাকাবুকো দিদিই হলেন আলিয়া।
করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে এই সিনেমা। ঠিক যেসময়ে নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া। ট্রেলার, টিজারেই সেই ইঙ্গিত মিলল। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। এক অনাথা ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠল টিজার-ট্রেলারে। রবিবার সোশাল মিডিয়ায় ‘জিগরা’র পয়লা ঝলক শেয়ার করেছেন পর্দার ‘গাঙ্গুবাই’। যেখানে তাঁকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘আর্চিস’ খ্যাত বেদাং রায়না।
জানা গিয়েছে, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ অবতারে দেখা যাবে আলিয়াকে। সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে নামী বাস্কেটবল খেলোয়ারদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাকশনের মারপ্যাঁচও শিখেছেন অভিনেত্রী। হোমওয়ার্কে কোনওরকম কসরত বাকি রাখেননি আলিয়া। আগামী ১১ অক্টোবর দুর্গাপুজোর মরশুমে আসছে এই সিনেমা। একেই আর জি কর কাণ্ডের উত্তাল আবহে নারীশক্তির কথা মুখে মুখে, সেই প্রেক্ষিতে ‘জিগরা’ বক্স অফিসে কীরকম ব্যবসা করবে? চোখ থাকবে সেদিকে।