shono
Advertisement

বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘট, মার্চে টানা ৪ দিন বন্ধ ব্যাংক

বিপর্যস্ত হতে পারে এটিএম পরিষেবাও।
Posted: 04:45 PM Feb 09, 2021Updated: 05:04 PM Feb 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। এবার ব্যাংকেরও (Bank) বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। তাদের সেই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছেন ব্যাংকের কর্মচারীরা। প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে মার্চ মাসে পরপর দু’দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিল কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এই ধর্মঘট হলে মার্চ মাসে টানা চারদিন ব্যাংক বন্ধ থাকবে। যার জেরে ব্যাপক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

Advertisement

এবার সাধারণ বাজেটে ব্যাংকের বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এলআইসির শেয়ার খোলা বাজারে বিক্রির পাশাপাশি দুটি ব্যাংকের বেসরকারিকরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পর থেকেই সর্বস্তরে প্রতিবাদ শুরু হয়েছে।

[আরও পড়ুন : ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় এখনই গ্রেপ্তারি নয়, সুপ্রিম রায়ে স্বস্তিতে শশী থারুর-সহ ৬ সাংবাদিক]

কেন্দ্রের এই প্রস্তাবের প্রতিবাদে এবার সরব ব্যাংকের কর্মচারীরাও। প্রতিবাদ কর্মসূচি হিসেবে ১৫ ও ১৬ মার্চ গোটা দেশে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর ফলে বেজায় বিপাকে পড়তে চলেছেন সাধারণ গ্রাহকরা। কারণ তার আগে ১৩ ও ১৪ তারিখও ব্যাংক বন্ধ থাকবে।

১৩ তারিখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার। স্বাভাবিকভাবেই সেদিন বন্ধ থাকবে ব্যাংক। ১৪ তারিখ রবিবার। এর পর সপ্তাহের শুরুতেই দুদিন ব্যাংক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “ব্যাংকগুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।” উল্লেখ্য, মার্চ মাসে হোলি উৎসবের জন্যও বন্ধ থাকবে ব্যাংক।

এই বিলগ্নিকরণ নীতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইটে বিজেপিকে বিঁধে রাহুলের কটাক্ষ, “মোদি সরকারের উন্নয়নের অর্থ সরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া। এতে দেশের ক্ষতি হলেও, কিছু মানুষের লাভ হবে।”

 

[আরও পড়ুন : প্রকাশ্যে যোগীরাজ্যের পুলিশি জুলুম! অভিযুক্তের পোশাক খুলে বেল্ট দিয়ে মারার ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement