shono
Advertisement

২০ হাজার কোটি টাকার দুর্নীতি! ফড়ণবিসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

নগরোন্নয়ন দপ্তরের জমি কেলেঙ্কারিতে নাম জড়াল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর৷ The post ২০ হাজার কোটি টাকার দুর্নীতি! ফড়ণবিসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:14 PM Jun 29, 2019Updated: 09:14 PM Jun 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র খরায় রাজ্যে হাহাকার, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজেরই মোটা অঙ্কের জলকর বাকি৷ এই খবর প্রকাশ্যে আসার পর বেশ চাপে পড়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ কটাক্ষ করে বিরোধী নেতা এই প্রস্তাবও দেন, মুখ্যমন্ত্রীর প্রায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকা তিনিই মকুব করে দেবেন৷ এবার আরও বড় দুর্নীতির অভিযোগ উঠল ফড়ণবিসের বিরুদ্ধে৷ সেই দুর্নীতির অঙ্ক ২০ হাজার কোটি টাকা৷ নগরোন্নয়ন দপ্তরের জমি সংক্রান্ত কেলেঙ্কারিতে এই টাকা বরাদ্দ করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ইতিহাস পড়েছেন অমিত শাহ! বেনজির কটাক্ষ কংগ্রেসের]

মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এতদিনে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে৷ রাজ্যের রাজস্ব মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল ৩৪০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত৷ এরপর সেই তালিকায় এবার নাম উঠল মুখ্যমন্ত্রীরও৷ এনসিপি নেতা জয়ন্ত পাটিল তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, দারিদ্রসীমার নিচে থাকা মানুষজনের জন্য বরাদ্দ জমিতে ব্যাপক দুর্নীতিতে যুক্ত মুখ্যমন্ত্রী নিজে৷ মুষ্টিমেয় শিল্পপতিদের কাছে তিনি ওইসব জমি তুলে দিয়েছেন ব্যাপক মুনাফা লাভের আশায়৷

সম্প্রতি একটি আরটিআই-এর ভিত্তিতে জানা গিয়েছে, ২০০৯ সাল থেকে নিজের সরকারি বাংলো ‘বর্ষা’র জলকর মেটাননি মুখ্যমন্ত্রী ফড়ণবিস৷ একই তালিকায় রয়েছে বেশ কয়েকজন মন্ত্রীর নামও৷ তাঁদের সকলেরই মোটা অঙ্কের বিল বাকি পড়ে রয়েছে বেশ কিছু বছর ধরেই৷ অভিযোগ, বিজেপি পরিচালিত পুরসভা এবিষয়ে ঠিকমতো খোঁজখবর নেয় না বলেই এতটা বকেয়া রয়েছে বলে দাবি বিরোধীদের৷

[আরও পড়ুন:তিন বছরে ভেঙে পড়েছে বায়ুসেনার ২৭টি বিমান, সংসদে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর]

এরপর খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই উঠছে জমি কেলেঙ্কারিতে কয়েক হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ৷ যদিও এনিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর বা দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ অভিযোগের সত্যাসত্য যদিও তদন্তসাপেক্ষ, তবে গত পাঁচ বছরেই ফড়ণবিস সরকারের বিরুদ্ধে এত আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায়, শাসকের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে৷ এমনকী আসন্ন নির্বাচনে এই দুর্নীতির অভিযোগের প্রভাব পড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

The post ২০ হাজার কোটি টাকার দুর্নীতি! ফড়ণবিসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement