shono
Advertisement

Breaking News

গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ছাড়াই ৭০ জন যাত্রী নিয়ে উড়ল বিমান, তারপর…

চাঞ্চল্য মুম্বইয়ে।
Posted: 04:41 PM Feb 09, 2022Updated: 06:39 PM Feb 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানওয়ে থেকে বিমান উড়তেই খুলে পড়ল ইঞ্জিনের ঢাকনা। এ হেন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বাদ দিয়েই আকাশের বুক চিরে পাড়ি দিল বিমান। তাও আবার ৭০ জন যাত্রী নিয়ে। যে কোনও সময় ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। তবে, আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা ঘটেনি। কোনওক্রমে নিরাপদেই গন্তব্যে পৌঁছেছে বিমানটি। কিন্তু গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। ওই বিমানসংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। 

Advertisement

আসলে বুধবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে গুজরাটের ভূজে যাওয়ার কথা ছিল অ্যালায়েন্স (Alliance) বিমানসংস্থার এটিআর ৭২-৬০০ বিমানটির। যথাসময়ে ৭০ জন যাত্রী নিয়ে রওনাও দেয় বিমানটি। কিন্তু অ্যালায়েন্স এয়ারলাইন্সের ওই বিমানটি রানওয়ে ছাড়তেই ঘটে যায় বড়সড় অঘটন। রানওয়ে থেকে ওড়ার পরই হঠাৎই ইঞ্জিনের ঢাকনা খুলে নীচে পড়ে যায়। সেই অবস্থাতেই বিমানটি উড়ে যায় ভূজের উদ্দেশে। বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজরে এলে তাঁরা পাইলটকে সতর্ক করেন।

[আরও পড়ুন: ‘বিজেপিতে দমবন্ধ, তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু’, কুণাল ঘোষের দাবি ঘিরে শোরগোল]

বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনের ঢাকনা ছাড়া বিমান ওড়াটা ভীষণই বিপজ্জনক। এর ফলে ইঞ্জিনের উপর এর ভয়াবহ প্রভাব পড়ে। যে কোনও সময় দুর্ঘটনাও ঘটতে পারে। যদিও, শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই গন্তব্যে পৌঁছে যায়। ওই ৭০ জন যাত্রী এবং বিমানের ক্রু সদস্যরা সকলেই নিরাপদে গুজরাটের (Gujarat) ভূজে পৌঁছেছেন।

[আরও পড়ুন: চার পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলা, হাই কোর্টে একাধিক প্রশ্নের মুখে কমিশন]

কিন্তু তা সত্ত্বেও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। ওড়ার আগে সঠিকভাবে বিমানটিকে পরীক্ষা করা হল না কেন? ইঞ্জিনের ঢাকনা খোলা অবস্থায় পাইলটই বা কোন আক্কেলে অতজন যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে বিমান ওড়ালেন? কার গাফিলতিতে গোটা কাণ্ডটি ঘটল, এমন বহু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিআই। বিমানসংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement