সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্থা তাঁকে বরখাস্ত করেছে। তবুও সংস্থার কর্মী সেজেই দিনের পর দিন গ্রাহককে বোকা বানাচ্ছিলেন গৌরব। সমানভাবে সংস্থাকে প্রতারণা করার কাজ চলছিল। তবে শেষরক্ষা হল না, বোকা বানাতে গিয়ে নিজেকেই বোকা বনতে হল। হাতেনাতে ধরা পড়লেন অনলাইন বাণিজ্যিক সংস্থা আমাজনের ওই প্রাক্তন ডেলিভারি বয়। তাঁকে সাহায্য করার অভিযোগে আমাজনের এক স্টোর কিপারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রাজু সিং। তিনি গ্রাহকদের হালহকিকত জানাতেন গৌরবকে। রবিবার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির দ্বারকা এলাকার একটি দোকানে।
[ধর্ষকের কোনও জাত নেই, সমাজ থেকে ‘রাক্ষস’ বিদায়ের ডাক নোবেলজয়ীর]
জানা গিয়েছে, স্থানীয় লরেন্স রোডে সংস্থার যে শাখা রয়েছে সেখানেই কাজ করতেন গৌরব। ২০১৫ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমাজনের ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন তিনি। ফ্রেব্রুয়ারিতেই তাঁর চাকরি চলে যায়। তবে চাকরি গেলেও স্টোর কিপার রাজু সিংয়ের সঙ্গে তাঁর সখ্যতায় ঘাটতি পড়েনি। এই ঘটনার পর দুজনে মিলে জালিয়াতির সিদ্ধান্ত নেন। ঠিক করেন ডেলিভারি দেওয়া ত্রুটিপূর্ণ প্রোডাক্ট নিয়েই হবে জালিয়াতি। যেসব গ্রাহক প্রোডাক্ট নেওয়ার পর তা ত্রুটির কারণে ফেরাতে চাইবেন, তাঁদের ঠিকানা দিয়ে দেওয়া হেব গৌরবকে। গোটা কাজটাই করবেন রাজু সিং। গৌরব এবার ডেলিভারি বয় সেজে সঠিক ঠিকানায় পৌঁছে গিয়ে প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। ছ’মাস ধরে এভাবেই চলছিল রোজগার। কখনও মোবাইল ফোন, কখনও ল্যাপটপ। গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করে বাজারে তা বিক্রি করতেন গৌরব। তারপর বিক্রির টাকা আধাআধি ভাগ হয়ে যেত দু’জনের মধ্যে। এদিকে ডেলিভারি বয় ভেবে ত্রুটিপূর্ণ ল্যাপটপ গৌরবকেই দিয়ে দিয়েছেন গ্রাহক। এই ঘটনার কিছুক্ষণ পরেই সংস্থার প্রকৃত ডেলিভারি বয় গ্রাহকের কাছে পৌঁছালে জানতে পারেন তা আগেই দিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সংস্থা এর দায় নিত না। ক্ষতির মুখে পড়তেন গ্রাহক।
[টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, বৈঠকখানা বাজারে বাড়ি ভেঙে মৃত ২]
এদিকে দিনের পর দিন এই ঘটনা বেড়ে চলায় রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় আমাজনের ব্যবসার হাল খারাপ হতে থাকে। তদন্তে নামে সংস্থা। ২১ তারিখে ওই এলাকায় সংস্থার ডেলিভারি বয় অম্বিকা সরাফ থানায় প্ররতারণার অভিযোগ দায়ের করেন। বলা হয়, নকল ডেলিভারি বয় গিয়ে গ্রাহকরে কাছ থেকে ক্যামেরা নিয়ে এসেছে। দ্বারকা এলাকার বাসিন্দা গগনপ্রীত সিং একটি ক্যামেরা কেনেন অনলাইনে। তারপর তাতে কিছু ত্রুটি ধরা পড়ায় বদলের সিদ্ধান্ত নেন। গোটা প্রক্রিয়াই হয় নির্বিঘ্নে। তবে ক্যামেরাটি গ্রাহকের থেকে আনতে গিয়েই বাধে গন্ডগোল। অম্বিকা জানতে পারেন তাঁর আগেই ডেলিভারি বয় এসে ক্যামেরাটি নিয়ে গিয়েছেন। জালিয়াতি ধরতে পেরে সংস্থা ও থানায় রিপোর্ট করেন অম্বিকা সরাফ। গ্রাহকের থেকে আগের ডেলিভারি বয়ের ফোন নম্বর নিয়ে ফাঁদ পাতে পুলিশ ও সংস্থা। রবিবার সেক্টর ১০-এলাকার একটি দোকান থেকে ক্যামেরা ফেরত যাওয়ার কথা ছিল। খবর পেয়েই সেখানে পৌঁছে যান গৌরব। তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। জেরা করতেই উঠে আসে রাজু সিংয়ের নাম। গৌরব জেরায় স্বীকার করেছে, এভাবে জালিয়াতি করে প্রচুর টাকা সে রোজগার করে ফেলেছে। কিছুদিন আগেই এক গ্রাহকের ফেরত দেওয়া ৩৬ হাজার টাকার মোবাইল তিনি আটকে দেন। সেই টাকাতে এখনও ভালোই চলছে। সমস্ত জালিয়াতির মাল স্থানীয় বাজারে বেচে দিয়ে সেই টাকা তাঁরা ভাগাভাগি করে নিতেন। দু’জনকে গ্রেপ্তারের পর খোলা বাজার থেকে ল্যাপটপ, মোবাইল উদ্ধারে নেমেছে পুলিশ।
The post ডেলিভারি বয়ের সঙ্গে যুক্তি করে প্রতারণার ছক, গ্রেপ্তার প্রাক্তন আমাজন কর্মী appeared first on Sangbad Pratidin.