shono
Advertisement

আগুন নিয়ে খেলবেন না, সবরীমালা ইস্যুতে কেরল সরকারকে হুঁশিয়ারি অমিতের

ভক্তদের পাশে থাকার বার্তা বিজেপির৷ The post আগুন নিয়ে খেলবেন না, সবরীমালা ইস্যুতে কেরল সরকারকে হুঁশিয়ারি অমিতের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Oct 27, 2018Updated: 06:09 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরীমালা ইস্যুতে ভক্তদেরই পাশে থাকার বার্তা দিল কেন্দ্রের শাসনে থাকা বিজেপির৷ শনিবার কেরলের এক জনসভায় অবস্থান আরও স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কেরলের বাম সরকারকে কার্যত একহাত নিয়ে ভক্তগণের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি৷ ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন, পুলিশ ও প্রশাসনকে ভক্তদের বিরুদ্ধে ব্যবহার করছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সরকার৷ সমালোচনা করেন প্রায় দু’হাজার মানুষের গ্রেপ্তারিরও৷ যাঁদের মধ্যে অনেকেই বিজেপি ও আরএসএস-এর সমর্থক বলে সূত্রের খবর৷

Advertisement

[সেনার দাপটে নাকাল উপত্যকার জঙ্গিরা, ছ’মাসের বেশি বাঁচছে না কেউ]

এদিনের জনসভার শুরুতেই ‘স্বামী স্মরণং আয়াপ্পা’ মন্ত্রজপ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এরপর বলেন, “আয়াপ্পা ভক্তদের পাশে রয়েছে বিজেপি৷ এই মুহূর্তে কেরলে মানুষের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে এবং রাজ্য সরকারের বর্বরতার লড়াই চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করার নামে এই অন্যায় অত্যাচার বন্ধ করুক রাজ্য সরকার৷ যেভাবে সরকার শীর্ষ আদালতের রায়কে বলবত করতে চাইছে, তা মানতে পারছেন না রাজ্যের মহিলারা৷ হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে রাজ্যের বাম সরকার৷” রাজ্যের শাসনে থাকা বাম সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ”আগুন নিয়ে খেলা করা বন্ধ করুন৷”

[অন্যান্য মুখ্যমন্ত্রীদের পিছনে ফেলে গুগল সার্চে শীর্ষে যোগী]

সুপ্রিম কোর্টের রায়ে সবরীমালা মন্দির ১০-৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে৷ শীর্ষ আদালতের রায়ে মন্দিরে প্রবেশের নির্দেশ রয়েছে সকল বয়সের মহিলাদেরই৷ কিন্তু রায় ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কেরল৷ শীর্ষ আদালতের রায় মেনে মন্দিরে মহিলারা প্রবেশে গেলে তাঁদের পথ আটকান ভক্তরা৷ কেবল পুরুষই নয়, তালিকায় মহিলারাও রয়েচেন৷ প্রথা মতে, ১০ বছর থেকে ৫ বছরের ঋতুমতী মহিলার সবরীমালা মন্দিরে প্রবেশে করতে পারতেন না৷ এই রীতিই ভাঙতে রাজি নন ভক্তরা৷ কারণ, তাঁদের বিশ্বাস সবরীমালা মন্দিরের দেবতা ‘আয়াপ্পা’ চিরকুমার। ইতিমধ্যে এই ঘটনায় প্রায় দু’হাজার জনকে গ্রেপ্তার করেছে কেরল পুলিশ৷ মন্দিরের সামনে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ৷ এই ইস্যুতে ভক্তদেরই পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্রের শাসনে থাকা বিজেপি সরকার৷ রাজ্যের ক্ষমতায় থাকা বাম সরকারকে প্রবল আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

The post আগুন নিয়ে খেলবেন না, সবরীমালা ইস্যুতে কেরল সরকারকে হুঁশিয়ারি অমিতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement