সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকের বি জে ব্লকের পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ সল্টলেকের বি জে ব্লকে যান অমিত শাহ। ফুল ছড়িয়ে পুজোর উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। ছিলেন রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও। শনিবার রাতে ঠিক হয় সল্টলেকের এই পুজোটিরই উদ্বোধন করবেন অমিত শাহ। সেইমতো রবিবারই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি আসে পুজো কমিটির কাছে। বিজেপির তরফে বি জে ব্লকের পুজো উদ্বোধনে সিলমোহর দেওয়া হয়। এই পুজো কমিটির সভাপতি আবার বিজেপি নেতা উমাশংকর ঘোষদস্তিদার।
[আরও পড়ুন: জেদের বশেই জয়, জামবনিতে বন্ধ হওয়া পুজো চালু শবর-সাঁওতাল রমণীদের হাত ধরে]
উদ্বোধনের মঞ্চেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “দুর্গাপুজা শুধু বাংলার নয়, পুরো পূর্ব ভারতের সংস্কৃতির অঙ্গ। মা দুর্গাই সমস্ত জগতের সঞ্চালনা করেন। সুচারুরূপে চালান। এজন্যই আমাদের শাস্ত্রে শক্তিপুজোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমি বাংলার মানুষের উৎসবে শামিল হতে এখানে এসেছি। কিছুদিন আগে পর্যন্ত প্রতিমা বিসর্জনের জন্য হাই কোর্টে যেতে হত। আজ লোকসভাতে বাংলার জনতা ১৮ আসনে জিতিয়েছে বিজেপিকে। তাই আজ আর কাউকে কোর্টে যেতে হয় না। আপনারা নিশ্চিন্তে প্রতিমা বিসর্জন দিতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী ভোটে বাংলায় পরিবর্তনের পর আপনারা শুধু দুর্গাপুজা নয়, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজাও নির্বিঘ্নে করতে পারবেন। রামনবমী, জন্মাষ্টমী সব বিনা বাধায় পালন করতে পারবেন। আমাদের দেশে সব ধর্ম পালনের সাংবিধানিক অধিকার আছে। কিন্তু কিছু রাজ্যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য সেই অধিকার লঙ্ঘিত হয়।
[আরও পড়ুন: এই পুজোয় হাতজোড় করে প্রণাম করলেই ছবি তুলবেন স্বয়ং মা দুর্গা! কোথায় জানেন?]
উল্লেখ্য, সল্টলেকের সবচাইতে পুরনো দুর্গাপুজো কমিটি বি জে ব্লকের থিম এবারে ঢোলকপুরের রাজপ্রাসাদ। ছোটা ভীম, ছুটকি, রাজু থেকে টিনটিন-সহ বিভিন্ন কার্টুন চরিত্রে সেজে উঠবে এই পুজোমণ্ডপ। প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। বি জে ব্লকের এই সাবেকি প্রতিমার নেপথ্যে রয়েছেন শিল্পী প্রদীপ রূদ্র পাল। থিম ভাবনা এবং মণ্ডপসজ্জায় রয়েছেন সুব্রত দত্ত এবং সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য, এবার ৩৬তম বর্ষ বি জে ব্লকের পুজোর।
The post ‘বাংলার উৎসবে শামিল হতে এসেছি’, বি জে ব্লকের পুজো উদ্বোধনে বললেন অমিত শাহ appeared first on Sangbad Pratidin.