shono
Advertisement

লোকসভার আগে রাজ্যে ৩২টি জনসভা বিজেপির, থাকবেন একাধিক কেন্দ্রীয় নেতা

শারীরিক অসুস্থতার কারণে বুধবারের জনসভায় অনিশ্চিত অমিত শাহ৷ The post লোকসভার আগে রাজ্যে ৩২টি জনসভা বিজেপির, থাকবেন একাধিক কেন্দ্রীয় নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Jan 22, 2019Updated: 10:36 PM Jan 22, 2019

বাবুল হক, মালদহ: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২২টি আসনকে ইতিমধ্যেই টার্গেট করেছে বিজেপি৷ লক্ষ্য পূরণে প্রাথমিক রণকৌশলও প্রস্তুত করে ফেলেছেন তাঁরা৷ আর সেমতোই লোকসভার প্রচার-পর্বে কেবল পশ্চিমবঙ্গে ৩২টি জনসভা করতে চলেছে গেরুয়া শিবির৷ মঙ্গলবার মালদহে অমিত শাহের সভা শেষে একথা জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানান, সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের৷

Advertisement

[মা হারা হনুমান শাবককে পরম স্নেহে লালন করছে কিশোরী ]

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘এ রাজ্যে মোট ৩২টা জনসভা হবে৷ তারমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন তিনটি জনসভা৷ যেগুলি হতে পারে আসানসোল বা দূর্গাপুর, জলপাইগুড়ি, কৃষ্ণনগর বা কলকাতায়৷ এছাড়া বাকি সভাগুলি করবেন অন্যান্য কেন্দ্রীয় নেতা ও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷’’ তিনি জানান এই বত্রিশটা সভার জন্য ইতিমধ্যে আমন্ত্রণ জানান হয়েছে কেন্দ্রীয় নেতাদের৷ জনসভার স্থান ও সময় লিখিত আকারে পৌঁছে গিয়েছে তাঁদের দপ্তরে৷ আবেদন করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করি, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ, রঘুবর দাস-সহ আরও বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতাকে৷

[ঘরে ফিরবেন নেতাজি, এখনও অপেক্ষায় কাটোয়ার চট্টোপাধ্যায় পরিবার]

মঙ্গলবার জ্বর নিয়েই মালদহের সভাতে বক্তৃতা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ বুধবার ঝাড়গ্রাম ও সিউড়ি এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর ও জয়নগরে সভা করার কথা ছিল তাঁর৷ কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবারই তিনি ফিরে যান নয়াদিল্লিতে৷ চিকিৎসকের অনুমতি পেলে তবেই বুধবারের সভায় উপস্থিত থাকবেন শাহ৷ ফলে আগামী দু’দিনের চারটি জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতির আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ জানান, ওই সভাগুলিতে অমিত শাহ একান্ত না আসলে, কোনও না কোনও কেন্দ্রীয় মন্ত্রী আসবেন৷

The post লোকসভার আগে রাজ্যে ৩২টি জনসভা বিজেপির, থাকবেন একাধিক কেন্দ্রীয় নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement