shono
Advertisement

‘ভ্রষ্ট মানুষদের উলটো ঝুলিয়ে সিধে করব’, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে তোপ শাহর

'ছত্তিশগড় গান্ধী পরিবারের এটিএম হয়ে গিয়েছে', অভিযোগ অমিত শাহর।
Posted: 06:41 PM Sep 02, 2023Updated: 06:49 PM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রীতিমতো ১০৪ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করে দাবি করলেন, এই রাজ্যকে কংগ্রেসের লুট, নৃশংসতা এবং অপশাসন থেকে বাঁচাতে পারে একমাত্র বিজেপিই (BJP)। তাঁর দাবি, ছত্তিশগড় গান্ধী পরিবারের ‘এটিএম’ হয়ে গিয়েছে। শাহর হুঙ্কার, ”ভ্রষ্ট মানুষদের উলটো ঝুলিয়ে সোজা করব।”

Advertisement

রায়পুরে দীনদয়াল উপাধ্যায় সভাগৃহে দলের বর্ষীয়ান নেতাদের সামনে ওই ‘চার্জশিট’ তুলে ধরেন শাহ। তিনি বলেন, ”ছত্তিশগড়ে অটলজির স্বপ্ন সত্যি করতে বিজেপি সরকার ১৫ বছর ধরে কাজ করেছে। কিন্তু ২০১৮ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই লুট, ভ্রষ্টাচার ও দুর্নীতির সরকার বানিয়েছে।”

[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]

সেই সঙ্গেই তাঁর হুঙ্কার, “ভূপেশ বাঘেল সরকার দুর্নীতির সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে যারা দুর্নীতি করেছে তাদের উলটো ঝুলিয়ে সোজা করা হবে।”

এরই পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিজ্ঞা, ”আমি ছত্তিশগড়ের মানুষের কাছে শপথ নিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে দু’বছরের ভিতরে ঘরে ঘরে পরিষ্কার জল আসবে।” সেই সঙ্গে উন্নয়নের আরও ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মিলল সবুজ সংকেত, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement