shono
Advertisement

শাহের একদিনের বঙ্গ সফর শেষ, চূড়ান্ত বাংলা দখলের রণকৌশল

কাকদ্বীপ থেকে পঞ্চম পরিবর্তনযাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Posted: 10:14 AM Feb 18, 2021Updated: 01:24 PM Feb 19, 2021

৭ দিনের ব্যবধানে ফের বঙ্গসফরে অমিত শাহ। কপিলমুনির মন্দিরে পুজো থেকে কাকদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনা, উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন। দিনভর একাধিক কর্মসূচি ছিল তাঁর। 

Advertisement

সন্ধে ৭.০০: পাঁচতারা হোটেলে বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিকেল ৫ টে ০১: মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় এনআইএ, সিবিআই তদন্তের দাবি কৈলাস বিজয়বর্গীয়র। কাকদ্বীপে রোড শো থেকে তাঁর হুঙ্কার, বাংলায় পরিবর্তন হবেই।

বিকেল ৪টে ৪৯: রোড শো-তে অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি বিজেপির মহিলা সমর্থকদের।

বিকেল ৪টে ৩৫: কাকদ্বীপে রোড শো-তে অমিত শাহ। সঙ্গে রয়েছেন রাহুন সিনহা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। রাস্তার দু’ধারে মানুষের ঢল। 

দুপুর ৩ টে ১৯: সুব্রত বিশ্বাসের বাড়ি থেকে বেরলেন অমিত শাহ। টোটোয় খানিকটা পথ যাবেন তিনি। এরপর কাকদ্বীপে রোড শো করবেন।

দুপুর ৩ টে ১০: মধ্যাহ্নভোজ শেষে বিশ্বাস পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুললেন অমিত শাহ।

দুপুর ৩ টে ০৫: মধ্যাহ্নভোজ শেষে বিশ্বাস বাড়িতে বিশ্রাম নিচ্ছেন শাহ। 

দুপুর ২ টো ৫০: টোটোয় মৎস্য ব্যবসায়ী সুব্রত বিশ্বাসের বাড়িতে গেলেন অমিত শাহ। সেখানেই মধ্যহ্নভোজ করছেন তিনি। মেনুতে রয়েছে ঘি ভাত, ডাল, বেগুন ভাজা, সবজি, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়।

দুপুর ২ টো ১০: গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার মর্যাদা দেওয়ার আশ্বাস দিলেন শাহ।

দুপুর ২ টো ০৮: বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর।

দুপুর ২টো ০৫: নামখানার সভা থেকে কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে সুর চড়ালেন শাহ। পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার আইনশৃঙ্খলা সঠিক হতে পারে না, তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর।

দুপুর ২ টো ০১: অমিত শাহকে কালো পতাকা দেখালেন মহিলারা। নামখানায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা। 

দুপুর ১টা ৪৬: অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।  

দুপুর ১টা ৩৯: নামখানা পৌঁছলেন অমিত শাহ, সূচনা করবেন পরিবর্তন যাত্রার।

দুপুর ১টা ৩০: বাংলায় বিজেপি সরকার গঠিত হলে নমামী গঙ্গা প্রকল্পের অধীনে গঙ্গার জল দূষণমুক্ত করা হবে। গঙ্গাসাগরে গিয়ে ঘোষণা অমিত শাহর।

দুপুর ১টা ১২: নামখানার উদ্দেশে রওনা হলেন শাহ।

দুপুর ১টা ০৮: “পবিত্র গঙ্গাসাগর দর্শনে আসতে পেরে আমি আপ্লুত”, বললেন শাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, একুশে বিজেপিই বাংলায় সরকার গঠন করবে।

দুপুর ১টা ০৫: স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি চাদর তুলে দেওয়া হল মন্দির কর্তৃপক্ষের তরফে।

দুপুর ১টা ০১: সাগর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে কপিলমুনির আশ্রমে যান শাহ। সেখানে পুজো দিলেন তিনি।

বেলা ১২টা ৫০: গঙ্গাসাগরে পৌঁছলেন অমিত শাহ।  

সকাল ১১টা ৪৫: আরসিটিসি হেলিপ্যাড থেকে শাহ রওনা হলেন গঙ্গাসাগরের উদ্দেশে। 

সকাল ১১টা ৩৫: ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরলেন অমিত শাহ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

সকাল ১০টা ৫০: ভারত সেবাশ্রম সংঘে পৌঁছলেন অমিত শাহ। আরতি দেন তিনি। সেখানে ৪৫ মিনিট থাকবেন শাহ। কথা বলবেন সন্ন্যাসী মহারাজদের সঙ্গে।

সকাল ১০টা ০০: কিছুক্ষণের মধ্যেই নিউটাউনের হোটেল থেকে বের হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যাবেন গড়িয়াহাটে ভারত সেবাশ্রম সংঘে।

সকাল ৯টা ২০: নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে অমিত শাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার