shono
Advertisement

কুর্নিশ, একাই সাড়ে পাঁচ কোটি টাকার কৃষিঋণ মেটাবেন অমিতাভ

ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন ৮৫০ জন কৃষক৷ The post কুর্নিশ, একাই সাড়ে পাঁচ কোটি টাকার কৃষিঋণ মেটাবেন অমিতাভ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:01 PM Oct 20, 2018Updated: 04:01 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকদিনে একাধিকবার কৃষক ঋণ মুকুব করা নিয়ে উত্তাল হয়েছে দেশ ও জাতীয় রাজনীতি৷ রাজধানী নয়াদিল্লি ও মহারাষ্ট্রের বুকে ‘লং মার্চ’ করে তাঁদের শক্তি প্রদর্শন করেছেন দেশের অগণিত কৃষকরা৷ ঋণে জর্জরিত সেই অসহায় কৃষকদের পাশে দাঁড়ালেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন৷ উত্তরপ্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ একাই শোধের সিদ্ধান্ত নিলেন তিনি৷ মোট সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ একাই চোকাবেন ‘বিগ বি’৷

Advertisement

[অমৃতসরের দুর্ঘটনায় কোনও আর্থিক সাহায্য নয়, দায় ঝাড়ল রেল]

জানা গিয়েছে, একটি সরকারি সংস্থার সাহায্যে উত্তরপ্রদেশের ৪৪টি পরিবারের তালিকা পৌঁছে গিয়েছে অমিতাভের হাতে৷ সমগ্র উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে বাস করেন তাঁরা৷ তাঁদের মধ্যে কারও পরিবারের সদস্য কৃষি ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ আবার কারও পরিবারের সদস্য ভারতীয় সেনার জওয়ান ছিলেন৷ যাঁরা দেশের জন্য শহিদ হয়েছেন৷ এই সমস্ত পরিবারগুলিকেই বেছে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে৷ কেবল ৪৪টি পরিবারই নয়, সমাজকর্মী অজিত সিংয়ের সংস্থাকেও সাহায্য করছেন অমিতাভ বচ্চন৷ যে সমস্ত মহিলা ও শিশুদের জোর করে পতিতাবৃত্তিতে নামিয়ে দেওয়া হয়, তাঁদের উদ্ধার করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করেন অজিত সিং-এর সংস্থা৷ বলিউডের ‘ডন’এর সাহায্য পৌঁছে যাবে আরও এক সমাজকর্মী শ্রাবণী দাস রায়ের কাছেও৷ যিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য কাজ করেন৷

[অমৃতসরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ‘রাবণ’]

জানা গিয়েছে, ৮৫০ জনের মধ্যে, ৩৫০ জন কৃষক ঋণ না চোকাতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ তাঁদের পরিবারকে এখন বইতে হচ্ছে সেই ঋণের বোঝা৷ যা শোধ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ‘বিগ বি’৷ এই কঠিন কাজটা করতে পেরে তিনি খুশী বলে জানিয়েছেন, খোদ অমিতাভ বচ্চন৷ ব্লগে তিনি লিখেন, ”৪৪টি পরিবারের মধ্যে কেউ তাঁদের কাছের মানুষকে হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন৷ কারও ভালবাসার মানুষ শহিদ হয়েছেন৷ এদের জন্য কিছু করতে পেরে আমি খুশী৷ দেশের অন্যান্য প্রান্তে বসবাসকারী এমন মানুষদের জন্যও কাজ করা বাকি রয়ে গিয়েছে…ওটাও হবে৷”

The post কুর্নিশ, একাই সাড়ে পাঁচ কোটি টাকার কৃষিঋণ মেটাবেন অমিতাভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement