শেখর চন্দ্র, আসানসোল: জ্বলন্ত খনিগর্ভে তলিয়ে গেলেন ইসিএলের (ECL) আধিকারিক। শুক্রবার রাতে কেন্দা খনির ২ নম্বর পিটে ভরাটের কাজ দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময় মাটির নিচে তলিয়ে যান ইসিএলের সিনিয়ার ওভারম্যান অজয়কুমার মুখোপাধ্যায়। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
স্থানীয়দের দাবি, গত ২৫ ডিসেম্বর মধ্যরাত থেকে কেন্দা কোলিয়ারির বন্ধ থাকা ২ নম্বর পিটে প্রচণ্ড কালো ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। পরেরদিন আগুনের লেলিহান শিখাও দেখা যায়। কোলিয়ারি কর্তৃপক্ষ সেই খনিমুখ বন্ধ করতে ছাই ও মাটি ভরাটের কাজ চালাচ্ছিল। সেই কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন কোলিয়ারির সিনিয়ার ওভারম্যান অজয়কুমার মুখোপাধ্যায়। সেই সময় ধস নামে। মাটির নিচে চলে যান ওই আধিকারিক।
[আরও পড়ুন: সাতের দশকের নকশাল এখন সাগরে নাগা সন্ন্যাসী!]
কেন্দা খনির শ্রমিকরা বলেন, “খবর পেয়ে আমরা বাতি ঘরে খোঁজখবর নিয়ে দেখতে পাই অজয়বাবুর জন্য ইস্যু করা বাতি জমা পড়েনি। অজয়বাবু মাটি ভরাট করার কাজের দায়িত্বে ছিলেন। তাই অনুমান করা হচ্ছে, অজয়বাবু মাটির নিচে চাপা পড়ে গিয়েছেন। তিনি আরও জানান, অজয়বাবুর কর্মজীবনের আর মাত্র ৬ মাস বাকি ছিল। এই খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে যান জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেই জানান তিনি।