shono
Advertisement

পেলেট গান নিয়ে কাশ্মীরে পুলিশ-প্রশাসন দ্বন্দ্ব তুঙ্গে

পেলেট গান ব্যবহারের সমালোচনা করায় এবার এক আইএএস অফিসারকেই পুলিশের সমালোচনার মুখে পড়তে হল৷ The post পেলেট গান নিয়ে কাশ্মীরে পুলিশ-প্রশাসন দ্বন্দ্ব তুঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 PM Aug 06, 2016Updated: 04:38 PM May 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব এবার পৌঁছল পুলিশ ও প্রশাসনের অন্দরেও৷ পেলেট গান ব্যবহারের সমালোচনা করায় এবার এক আইএএস অফিসারকেই পুলিশের সমালোচনার মুখে পড়তে হল৷

Advertisement

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেলেট গান ব্যবহারে বাধ্য হচ্ছে ভারতীয় সেনাবাহিনী৷ তাতে আহত হচ্ছেন অনেক সাধারণ কাশ্মীরিও৷ এ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করেও দেখা হচ্ছে৷ কিন্তু প্রতিরোধ, বিক্ষোভ এতটাই বেপরোয়া চেহারা নিচ্ছে যে, এছাড়া কোনও উপায়ও থাকছে না৷ যদিও এই বিশেষ বন্দুক ব্যবহার নিয়ে সমালোচনার অন্ত নেই৷ এবং সে সমালোচনা আসছে প্রশাসনের অন্দর থেকেই৷  রুবেদা সালাম নামে এক আইএএস অফিসার সম্প্রতি এর সমালোচনা করেন৷ এমনকী কাশ্মীরের এই রক্তাক্ত পরিস্থিতি নিয়ে পুলিশের ‘হিপোক্রেসি’রও অভিযোগ তোলেন তিনি৷ প্রশাসনে যোগ দেওয়ার আগে তিনি পুলিশেই ছিলেন৷ তিনিই ছিলেন কাশ্মীরের প্রথম মহিলা আইপিএস৷

রুবেদার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে৷ সোপরের  পুলিশ সুপারিনটেনডেন্ট হরমিত সিং মেহতা কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এর থেকে ভাল রুবেদা প্রশাসন থেকে পদত্যাগ করুন এবং বিছিন্নতাবাদীদের দলে যোগ দিন৷’ এরপরই হরমিত ও রুবেদার মধ্যে এ নিয়ে তীব্র বাদানুবাদ হয়৷ হরমিতের বক্তব্য, পুলিশ ও সেনাদের দিকে যারা পাথর ছুঁড়ছে, কেন তাদের কিছু বলা হচ্ছে না৷ নিরপেক্ষ থাকতে গিয়ে  কাশ্মীরকে যেন আফগানিস্তান বানিয়ে যাতে না ফেলা হয়, এমনটাই মতামত তাঁর৷

কাশ্মীরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে যে পুলিশ ও প্রশাসনের মধ্যেই যে বিলক্ষণ দ্বন্দ্ব আছে, তা এই বাদানুবাদেই স্পষ্ট৷ এর আগেও পেলেট গানে সাধারণ কাশ্মীরিদের আহত হওয়ার ঘটনায় সেনার পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়েছে৷ কিন্তু পাকিস্তানের মদতে বিছিন্নতাবাদ উপত্যকা এলাকায় যেভাবে মাথাচাড়া দিয়েছে তাতে একরকম বাধ্য হয়েই পুলিশ ও সেনা এই পথ নিয়েছে৷ রুবেদা ও হরমিতের এই মন্তব্য কাশ্মীরের প্রতি পুলিশ ও প্রশাসনের অন্দরের বিরোধিতারই প্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

The post পেলেট গান নিয়ে কাশ্মীরে পুলিশ-প্রশাসন দ্বন্দ্ব তুঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement