সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশকে বিশেষ সুবিধা দানের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে নয়াদিল্লিতে ধরনায় বসেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ সূত্রের খবর, এই ধরনায় কেবলমাত্র তেলুগু দেশম পার্টির সমর্থকদের রাজধানীর বুকে একজোট করতে ৬০ লক্ষের বেশি অর্থ খরচ করেছেন চন্দ্রবাবু৷ পাশাপাশি, মহাজোটের ঐক্য প্রদর্শনে এ দিনের ধরনা মঞ্চে জড়ো হলেন কংগ্রেস, তৃণমূল-সহ অন্য বিরোধী দলের নেতারাও৷ যেখান থেকে আরও একবার ‘মোদি হঠাও’-এর ডাক দিলেন তাঁরা৷
[চিটফান্ড তদন্তে নজরদারির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের ]
চন্দ্রবাবুকে সমর্থন জানিয়ে সোমবারের ধরনা মঞ্চে হাজির হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদি৷ কিন্তু প্রধানমন্ত্রী হয়ে অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন তিনি এবং সেই টাকা তুলে দিয়েছেন বন্ধু অনিল আম্বানীর হাতে৷ উনি সর্বদা মিথ্যা কথা বলেন৷ যেখানে যান, সেখানেই মিথ্যা কথা বলেন৷’’ একইভাবে মোদিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও৷ তিনি বলেন, ‘‘প্রথমেই তেলুগু দেশম পার্টিকে শুভেচ্ছা৷ ২০১৮-র ২০ জুলাই থেকে তাঁরা একটা নতুন লড়াইয়ের সূচনা করেছে৷ ক্ষমতায় আসার চার বছরের মধ্যে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন তাঁরা৷ মোদি সরকার বিরোধী জোটকে ভয় পেয়েছে৷ চন্দ্রবাবু নায়ডুকে সমর্থন জানিয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’ এদিনের ধরনা থেকে কেন্দ্রের মোদি সরকারকে আসন্ন লোকসভা নির্বাচনে উৎখাতের ডাক দেন দুই নেতাই৷
[নাচতে গিয়ে বিপত্তি, বিয়েতে পৌঁছনোর আগেই নর্দমায় বর]
এছাড়া ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, এনসি নেতা ফারুক আবদুল্লা, প্রাক্তন জেডিইউ নেতা শরদ যাদব। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির মুলয়াম সিং যাদব, বিএসপির প্রতিনিধি-সহ মোদি বিরোধী জোটের প্রায় সব দলের নেতারা৷ মঙ্গলবার ধরনায় যোগ দেবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গত সপ্তাহে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী৷ তিনদিন পর সেই ধরনা তুলে নিলেও, ওইদিনই নয়াদিল্লিতে ধরনায় বসার ঘোষণা করেন তিনি৷ বিরোধী জোটের লড়াই শাসকের চৌকাঠ পর্যন্ত নিয়ে যেতে ‘দিল্লি চলো’ ডাক দেন মমতাই৷ সেই পরিকল্পনা মাফিক সোমবার থেকে ধরনা কর্মসূচি শুরু করেছেন বিরোধী জোটের অন্যতম মুখ চন্দ্রবাবু নায়ডু৷