shono
Advertisement

Breaking News

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক জেএমবি জঙ্গি

কেরলের মল্লাপুরম থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ The post খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক জেএমবি জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:21 AM Feb 02, 2019Updated: 10:21 AM Feb 02, 2019

অর্ণব আইচ: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আর এক জেএমবি জঙ্গি৷ ধৃতের নাম আবদুল মতিন৷ কেরলের মল্লাপুরম থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ আট দিনের ট্রানজিট রিমান্ডে কেরল থেকে শনিবারই ওই অভিযুক্তকে কলকাতায় আনা হয়েছে৷ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে অভিযুক্তকে৷

Advertisement

[হতাশা ঝেড়ে দলীয় কর্মীদের ব্রিগেডে আসার বার্তা বুদ্ধদেবের]

দিনকয়েক আগে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত কদর এবং সাজ্জাদ নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ৷ তাদের জেরা করেই উঠে আসে আবদুল মতিনের নাম৷ সেই সূত্রের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে কেরলের মল্লাপুরম থেকে ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ আটদিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাকে৷ শনিবার ওই জেএমবি জঙ্গিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে৷ তদন্তকারী সূত্রে খবর, ধৃত ওই জঙ্গি অসমের বরপেটা জেলার বাসিন্দা৷ ২০১০ সালে মালদহের কালিয়াচকে জঙ্গি প্রশিক্ষণ নেয় মতিন৷ সেখানেই নাসিরুল্লাহ, মৌলানা ইউসুফ, জাহিদুল, সাইকুল-সহ বেশ কয়েকজন জঙ্গির হয় পরিচয় হয় তার৷ এরপরই ঘটে বর্ধমানের খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ৷ ওই ঘটনায় জড়িত ছিল আবদুল মতিন৷ তদন্তকারীদের দাবি, এ রাজ্যে বিস্ফোরণ ঘটিয়ে কেরলের মল্লাপুরমে চলে যায় সে৷ তদন্তে নেমে একে একে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদের গ্রেপ্তার করে এনআইএ৷ উঠে আসে আবদুল মতিনের নামও৷

[শহরে ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ টাকা]

সেই সূত্র ধরেই মতিনের খোঁজ চলছিল৷ গত কয়েকদিন আগে সাফল্য মেলে তদন্তকারীদের৷ কেরলের মল্লাপুরমেই মেলে মতিনের খোঁজ৷ স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ তল্লাশিতে কলকাতা এসটিএফের জালে ধরা পড়ে এই জেএমবি জঙ্গি৷ আট দিনের ট্রানজিট রিমান্ডে শনিবারই কলকাতায় আনা হয়েছে তাকে৷ এদিন ব্যাঙ্কশাল আদালতেও তোলা হবে অভিযুক্তকে৷ 

The post খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক জেএমবি জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement