Advertisement
ঘোচাও কালিমা... কালীপুজোয় 'অন্তরমহলে'র কাহিনি দক্ষিণ কলকাতার এই মণ্ডপে
আলোর উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
আলোর উৎসবে মেতে উঠেছে শহর কলকাতা। দুর্গাপুজোর পর কালীপুজোর পরিক্রমাতেও বেরিয়ে পড়েছে পুজোপ্রেমী বাঙালি। আর তাঁদের অন্যতম আকর্ষণ হতেই পারে মাস্টারদা ক্লাব।
দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার এই পুজো প্রতিবারই দর্শকদের নতুনত্ব কিছু উপহার দেয়। এবার হীরক জয়ন্তিতে আয়োজন আরও বড়।
মাস্টারদা ক্লাবকে প্রথমবার সাজানোর দায়িত্ব পেয়েছেন শিল্পী দেবজ্যোতি জানা। সাবেকি প্রতিমার ধারা বজায় রেখেই সোনালী গয়নায় কালীকে সাজিয়েছেন শিল্পী।
বিষয় ভাবনা কী? শিল্পী জানাচ্ছেন, এবার তাঁর থিমের পোশাকি নাম অন্তরমহল। অতিপ্রাচীন সুবিশাল কোনও এক প্রাসাদের বর্তমান অন্দরের রূপ দেখিয়েছেন তিনি। সেই ভগ্নপ্রায় ঠাকুরদালানেই হয়েছে পুজোর আয়োজন।
Published By: Sulaya SinghaPosted: 06:14 PM Oct 30, 2024Updated: 09:54 PM Oct 30, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ