সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কিছুক্ষণের জন্য দেখা হয় তাদের। সূত্রের খবর, অল্প সময় কথাও হয় দু’জনের।
গরু পাচার মামলায় ধৃত সুকন্যা মণ্ডলের হয়ে এতদিন মামলা লড়ছিলেন আইনজীবী অমিত কুমার। সূত্রের খবর, তাঁর মামলা লড়ার কৌশল অসন্তুষ্ট ছিলেন অনুব্রতকন্যা। টালবাহানার মাঝে গত কয়েকদিন আগে এই মামলা থেকে সরে দাঁড়ান আইনজীবী অমিত কুমার। নতুন আইনজীবী নিয়োগ করার আগে আদালতে ওকালতনামা জমা দিতে হয়। সে কারণেই শনিবার আদালতে যান সুকন্যা। এদিকে, এদিন আদালতে ছিলেন সুকন্যার ‘ঘনিষ্ঠ’ বান্ধবী সুতপা। সেখানেই দুই বান্ধবীর দেখা হয়। সূত্রের খবর, কথাও হয় তাঁদের। শারীরিক অবস্থা নিয়ে কথা হতে পারে তাঁদের। যদিও এ বিষয়ে সুকন্যা কিংবা সুতপা কিছুই জানাননি।
[আরও পড়ুন: চোর সন্দেহে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে ‘মার’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির]
শনিবার অনুব্রত মণ্ডলের বেঞ্চ বদলের আবেদন মামলার শুনানি ছিল। এদিন তার কোনও নিষ্পত্তি হয়নি। আগামী ১ আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগে অবশ্য ২৭ জুলাই অনুব্রতর জামিন মামলার শুনানি। গত বছর আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। গ্রেপ্তারির বছরখানেকের মাথায় অনুব্রত আদৌ জামিন পান কিনা, সেটাই এখন দেখার।