সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকে একটিবারও বাদ দেননি। করবা চৌথে বিরাটকে সামনে পেলে, উপোস করেছেন, ছাকনি দিয়ে বিরাটের মুখ দেখেছেন, পুজো করেছেন স্বামী বিরাটের দীর্ঘুয়া কামনা করে। তবে এবারটা হল অন্যরকম। স্বামী বিরাট বিশ্বকাপে ব্যস্ত। আর অন্যদিকে, করবা চৌথে পুজো-অর্চনা থেকে দূরে থাকলেন অনুষ্কা। বরং উপোসের বদলে চিজ খেয়েই সময় কাটালেন বিরাট ঘরনি।
এমনিতেই অনুষ্কাকে নিয়ে জোর গুঞ্জন। তিনি নাকি ফের অন্তঃসত্ত্বা। তবে গুঞ্জন ছড়ালেও, অনুষ্কা বা বিরাট এই নিয়ে একেবারেও মুখ খোলেননি। তবে ভাইরাল হচ্ছে অনুষ্কার বেবি বাম্পের ছবি ও ভিডিও। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার জন্য়ই নাকি এবারের করবা চৌথ পালন করলেন না অনুষ্কা। আসন্ন সন্তানের কথা ভেবেই নাকি উপোস থেকে দূরে থাকলেন তিনি।
[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]
বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন, ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিক থেকে বেরতে দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। সে যাত্রায়, একটা শর্তেই বিরাট-অনুষ্কার ছবি প্রকাশ্যে আনেননি ফটোশিকারিরা। কারণ, তখনই নাকি তারকাদম্পতি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, খুব শিগগিরিই অফিশিয়ালি ঘোষণা করব, দয়া করে ছবি পোস্ট করবেন না। সেকথা শুনেই দুয়ে দুয়ে চার করেছেন সকলে।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, অনুষ্কা নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা। তবে এখনই সেই সুখবর ঘোষণা করতে চান না। সময়মতো খুব শিগগিরিই ঘোষণা করবেন দম্পতি। আর সেই জন্যই বর্তমানে খুব একটা জনসমক্ষে আসেন না অভিনেত্রী।
[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে]