shono
Advertisement

ভোট অশান্তি মামলায় এবার জেল হেফাজতে আরাবুল ইসলাম

খুনের চেষ্টা, অশান্তি, অস্ত্র রাখা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল আরাবুলের বিরুদ্ধে।
Posted: 04:10 PM Feb 21, 2024Updated: 06:52 PM Feb 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জেল হেফাজতে আরাবুল ইসলাম। দুদিনের জন্য তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। আগামী ২৩ ফেব্রুয়ারি ফের তাঁকে পেশ করা হবে আদালতে।

Advertisement

২০২৩ সালের পঞ্চায়েতে নির্বাচনের (Panchayat Election 2023) সময় আইএসএফকে মনোনয়ন দিতে বাধাদানের অভিযোগ উঠেছিল ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। সেখানে এক আইএসএফ (ISF) কর্মী খুন হন। বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique) স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এছাড়া বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনাও ঘটে। সেসবের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অশান্তি, অস্ত্র রাখা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল।

আরও পড়ুন: নাভালনির মৃত্যু নিয়ে মুখ খুললেন ট্রাম্প, তবে পুতিনের বদলে দুষলেন বাইডেনকে, কেন?]

এর পর পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল আসে। ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে চলে আসে। ভাঙড় এলাকায় তিনটি থানা ছিল। তা সংযুক্তি, বিযুক্তির মধ্যে দিয়ে ভেঙে ৯টি থানা হয়েছে। সেই হিসেব অনুযায়ী উত্তর কাশীপুর থানা আরাবুলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছিল। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। ২১ ফেব্রুয়ারি ফের তাঁকে আদালতে পেশ করা হয়। তদন্তের জন্য আরাবুলের পুলিশ হেফাজতের আর্জি জানান সরকারি আইনজীবী। তবে তা নাকচ করা হয়। আরাবুলকে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার