সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেইবলে ছক্কা! আর একছক্কাতেই কুপোকাত টেলর সুইফটের মতো পপ তারকা। হ্য়াঁ, এমনটাই ঘটালেন অরিজিৎ সিং।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গান শোনার জন্য এখন সবচেয়ে জনপ্রিয় প্ল্য়াটফর্ম হচ্ছে স্পটিফাই। সেই স্পটিফাইয়ের হিসেব বলছে, অনুরাগীদের সংখ্য়ার নিরিখে টেলর সুইফটকেও হারিয়েছেন অরিজিৎ সিং। স্পটিফাইয়ে এখন তাঁর অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। শুধু তাই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।
[আরও পড়ুন: ২ বছরেই মোহভঙ্গ? প্রিয় ‘সোনা’কে বিদায় প্রিয়াঙ্কা চোপড়ার, ভগ্নহৃদয়ে বড় ঘোষণা!]
জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। এখন নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি।