shono
Advertisement

Breaking News

সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ পদ্ধতি সেকেলে, বলছে অডিট রিপোর্ট

তেজ বাহাদুরদের অভিযোগ কি তবে সত্যি? The post সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ পদ্ধতি সেকেলে, বলছে অডিট রিপোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Feb 05, 2017Updated: 04:28 AM Feb 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ ব্যবস্থা সেকেলে ও অপচয়কারী। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রর অভ্যন্তরীণ অডিট রিপোর্টে। দেশের ৬২টি ক্যান্টনমেন্ট ও বহু সেনা ছাউনিতে প্রায় ১৩ লক্ষ ভারতীয় সেনার জন্য ব্রিটিশ আমলের খাদ্য প্রক্রিয়াকরণ ও সরবরাহ ব্যবস্থাই এর জন্য দায়ী, বলছে রিপোর্ট। সম্প্রতি, বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের বিদ্রোহী ফেসবুক পোস্ট থেকে সেনাবাহিনীতে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ ওঠে। প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এই অডিট হয়। সেই রিপোর্টে চাল. ডাল, গম-সহ অন্যান্য খাদ্য প্রক্রিয়াকরণ ও সরবরাহ পদ্ধতিকে কাঠগড়ায় তোলা হয়েছে। এই খবরে স্বভাবতই সেনার অন্দরমহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

(পন্নিরকে সরিয়ে শশীকলার ক্ষমতায় আসা এখন সময়ের অপেক্ষা)

অডিট রিপোর্টে বলা হয়েছে, ২০১০-১১ সালে আর্মি সার্ভিস কর্পস খাদ্যপণ্য অধিগ্রহণের জন্য বার্ষিক ২,১০০ কোটি টাকা খরচ করেছে। তার মধ্যে ১,৫০০ কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র প্রক্রিয়াকরণ ও সরবরাহের জন্য। তার মানে প্রায় বরাদ্দ অর্থের প্রায় ৭১ শতাংশ খরচ হয়েছে প্রক্রিয়াকরণ ও সরবরাহের জন্য। তার জন্যই নিম্ন গুণমানের খাদ্য পৌঁছয় সেনাবাহিনীর কাছে, বলছে রিপোর্ট। ৭৪ বছর আগের ব্রিটিশ পদ্ধতি অবলম্বনে কেন্দ্রীয়ভাবে খাদ্য প্রক্রিয়াকরণ ও সরবরাহ ব্যবস্থাকেই দুষছে অডিট রিপোর্ট। যার কারণে অর্থের অপচয়ও হচ্ছে বিপুল পরিমাণে। নিম্নমানের খাদ্য পেয়ে স্বাভাবিকভাবেই তেজ বাহাদুরের মতো বহু সেনা জওয়ানই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, মত ওয়াকিবহাল মহলের।

(সার্ভিস চার্জে ছাড়, ক্রেডিট কার্ডের সুদ কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক)

The post সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ পদ্ধতি সেকেলে, বলছে অডিট রিপোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement