সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে ‘পিআরসি’ সিদ্ধান্ত থেকে পিছু হঠল অরুণাচল প্রদেশ সরকার৷ রবিবার বহির্রাজ্যের উপজাতি সম্প্রদায়কে স্থায়ী বসবাসের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু৷ এদিকে সিদ্ধান্ত প্রত্যাহার করলেও, অশান্তি থামেনি অরুণাচলে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা ও ছ কোম্পানি আইটিবিপি জওয়ান৷ রাজধানী ইটানগর, নামসাই, চাংলাং-সহ স্পর্শকাতর জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
[পুলওয়ামার পর সবুজ সংকেত, শহরে অত্যাধুনিক ‘ধনুষ’-এর নল তৈরির কাজ শুরু]
সংশ্লিষ্ট মহলের দাবি মেনে অরুণাচলের ভূমিপুত্র নন, এমন ছ’টি সম্প্রদায়কে রাজ্যে স্থায়ী বসবাসের শংসাপত্র দেয় যৌথ উচ্চ পর্যায়ের কমিটি (জেএইচপিসি)। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে চিন সীমান্তে অবস্থিত উত্তর-পূর্বের এই রাজ্য। আন্দোলনকারীদের দাবি, যারা রাজ্যের ভূমিপুত্র নয়, তাঁদের স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করছে সরকার৷ কিন্তু এটা অন্যায়৷ যা তাঁরা মেনে নিতে পারবেন না৷ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার উপমুখ্যমন্ত্রী চৌনা মেইনের ব্যক্তিগত বাসভবন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পেমা খাণ্ডুর বাসভবন টার্গেট করতে যাওয়ার সময় পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। হামলা চালানো হয়েছে রাজধানী ইটানগরের ডেপুটি কমিশনারের অফিসে। ভাঙচুর করা হয়েছে রাজধানীর বিভিন্ন সরকারি অফিস, কার্যালয় এমনকী ইটানগর থানাও।
এদিকে বিক্ষোভের জেরে জনজীবন কার্যত স্তব্ধ৷ ইটানগরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে৷ প্রবল বিক্ষোভের জেরে বন্ধ স্থানীয় দোকানপাট থেকে শুরু করে পেট্রল পাম্পও৷ শুক্রবারের থেকে এখনও পর্যন্ত ১৫০টিরও বেশি যানবাহন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। যার মধ্যে বেশ কিছু পুলিসের গাড়ি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে মোতায়েন করা হয়েছে সেনা ও ছয় কোম্পানি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিস। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
[গুলি-ধারালো অস্ত্রের কোপে ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা, কাঠগড়ায় বিজেপি]
The post প্রবল বিক্ষোভের জের, ‘পিআরসি’ সিদ্ধান্তে পিছু হঠল অরুণাচল সরকার appeared first on Sangbad Pratidin.