shono
Advertisement

Breaking News

৫৬ বছর পর ইন্দো-চিন যুদ্ধের ক্ষতিপূরণ পাচ্ছে অরুণাচলের এই গ্রাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল কেন্দ্র৷ The post ৫৬ বছর পর ইন্দো-চিন যুদ্ধের ক্ষতিপূরণ পাচ্ছে অরুণাচলের এই গ্রাম appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Oct 21, 2018Updated: 09:40 PM Oct 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পর ক্ষতিপূরণ পেলেন অরুণাচলের পশ্চিম কামেঙ্গ জেলার বাসিন্দারা৷ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷ গ্রামবাসীদের হাতে প্রায় ৩৮ কোটি টাকার চেক তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷

Advertisement

[আত্মহত্যার লক্ষ্যে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, তারপর যা হল…]

জানা গিয়েছে, ১৯৬২-র ইন্দো-চিন যুদ্ধের সময় ওই জেলায় বিপুল পরিমাণ জমি হস্তগত করেছিল সেনা৷ একাধিক স্থানে ঘাঁটি তৈরি করেছিলেন ভারতীয় জওয়ানরা৷ বিভিন্ন পরিবারের জমিতে তৈরি করা হয় সেনার ক্যাম্প, বাঙ্কার৷ নির্মিত হয় পিচের ঢালাই রাস্তা৷ দেশকে রক্ষার্থে নির্দ্বিধায় তাঁদের জমি সেনার হাতে তুলে দিয়েছিলেন অরুণাচলের ওই জেলার মানুষেরা৷ ১৯৬২-তে সেই জমিগুলিতেই অস্থায়ী ক্যাম্প তৈরি করে চিনা সেনার বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন জওয়ানরা৷ যোগাযোগের সুবিধার জন্য তৈরি করা হয় ব্রিজও৷ কিন্তু গত বছর পর্যন্ত সেই বাবদ কোনও ক্ষতিপূরণ এসে পৌঁছায়নি জেলার দরিদ্র মানুষগুলির হাতে৷ তবে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর তৎপরতায় ক্ষতিপূরণের ছাড়পত্র মেলে৷ যা এবার তুলে দেওয়া হল জেলার গ্রামের মানুষদের হাতে৷

[প্যাটেল-নেতাজির অবদানকে ছোট করে দেখানোর চেষ্টা হত, অভিযোগ মোদির]

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, ”দেশের স্বার্থেই জমিগুলি নেওয়া হয়েছিল৷ কিন্তু পূর্ববর্তী কোনও সরকারই এই মানুষগুলির কথা ভাবেনি৷ তারা ভাবেনি ১৯৬২-তে যাঁরা জমি দিয়েছিলেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়া উচিত৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আমি কৃতজ্ঞ, যে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন৷ ৩৭.৭৩ কোটি টাকার চেক তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷”

The post ৫৬ বছর পর ইন্দো-চিন যুদ্ধের ক্ষতিপূরণ পাচ্ছে অরুণাচলের এই গ্রাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement