shono
Advertisement

‘বিজেপির সঙ্গে আমার নীতি-আদর্শ মেলে না’, গেরুয়া শিবিরে যোগের জল্পনা ওড়ালেন অরূপ রায়

সৌমিত্র খাঁর দাবি, খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগ দিতে পারেন অরূপ রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়।
Posted: 01:28 PM Dec 31, 2020Updated: 01:28 PM Dec 31, 2020

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে সত্যি কী ফের শাসক শিবিরে ভাঙন ধরতে চলেছে? দল ছাড়তে চলেছেন অরূপ রায়? সৌমিত্র খাঁর মন্তব্য নিয়েই শুরু হয়েছিল জোর গুঞ্জন। তবে সেই দাবি খারিজ করলেন অরূপ রায় (Arup Roy)।

Advertisement

তিনি বলেন, “ওরা কোথা থেকে আলোচনা করল জানিনা। আমি ১৯৯৭ সালে তৃণমূল (TMC) শুরু করি। সন্তানের মতো করে হাওড়ায় তৈরি করেছি দলটাকে। আমি তো সৌমিত্র খাঁর মতো কংগ্রেস থেকে তৃণমূল। আবার তৃণমূল থেকে বিজেপি করিনা। যে দল করি সেটাই করি। আদর্শ, ভাবনা নিয়ে করি। দলে প্রয়োজন নেই বুঝলে সরে যাব। রাজনীতি করতেই হবে এরকম কোনও মানে নেই। এদল ওদল করার মানসিকতা আমার কোনওদিন ছিল না। থাকবেও না। আদর্শ নিয়ে করি। বিজেপির আদর্শ আমার আদর্শ নয়। বিজেপির (BJP) নীতি আমার সঙ্গে মেলে না। ওরা কোন অধিকারে এসব আলোচনা করছে আমি জানিনা।”

[আরও পড়ুন: আগামিকাল শুভেন্দুর সভাতেই বিজেপিতে যোগ দেবেন সৌমেন্দু? রাজনৈতিক মহলে জোর জল্পনা]

উল্লেখ্য, বুধবার হাওড়ার ডোমজুড়ে একটি দলীয় সভায় যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বিস্ফোরক দাবি জানান তিনি। বিজেপি সাংসদ দাবি করেন, অরূপ রায় দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আচমকাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিজেপি যোগের জল্পনা তৈরি হয়। দু’পক্ষের সংঘাতের জেরে অরূপ রায় পিছিয়ে এসেছেন। তবে খুব তাড়াতাড়ি অরূপ রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেকোনও একজন বিজেপিতে যোগ দেবেন বলেই দাবি তাঁর। তবে আসন্ন অমিত শাহের (Amit Shah) সভাতেই কী যোগ দিতে পারেন তাঁরা, সে বিষয়ে যদিও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি সৌমিত্র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবিই কার্যত খারিজ করে দিলেন অরূপ রায়। তবে এ বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘অরূপ কিংবা রাজীব, কেউ একজন যোগ দেবেন বিজেপিতে’, সৌমিত্র খাঁর মন্তব্যে জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement