shono
Advertisement

নিখরচায় মহিলাদের মেট্রো-বাসে ভ্রমণ, ঘোষণা কেজরিওয়ালের

নিরাপদে শহরে মহিলাদের যাতায়াতের জন্য এই পদক্ষেপ, ঘোষণা কেজরির৷ The post নিখরচায় মহিলাদের মেট্রো-বাসে ভ্রমণ, ঘোষণা কেজরিওয়ালের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Jun 03, 2019Updated: 06:09 PM Jun 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবনাচিন্তা ছিলই৷ সোমবার মুখ্যমন্ত্রী নিজেই সেই ঘোষণা করে দিলেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন, বাস এবং মেট্রোতে রাজধানীর মহিলারা বিনামূল্যেই যাতায়াত করতে পারবেন৷ কোনও টিকিট কাটতে হবে না৷ এই বাবদ বাড়তি ভরতুকি দিতে প্রস্তুত দিল্লি সরকার৷

Advertisement

[আরও পড়ুন : ১৩ যাত্রী-সহ চিন সীমান্তে নিখোঁজ বায়ুসেনার বিমান, তুঙ্গে উত্তেজনা]

সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এখন থেকে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, অন্যান্য বাস এবং মেট্রোয় মহিলারা বিনামূল্যেই যাতায়াত করতে পারবেন৷ এতে মহিলারা অনেক নিরাপদে পরিবহণ ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারবেন৷ বাস, মেট্রোর ভাড়া এত বেশি যে অনেকেই যাতায়াতের সুযোগ পান না৷ আমরা সেটাই চালু করতে চলেছি৷’  

দিল্লির মেট্রো চলে পিপিপি মডেলে৷ ৫০ শতাংশ কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশের ব্যয়ভার বহন করে দিল্লি সরকার৷ এই পরিস্থিতিতে কেজরিওয়াল সরকারের একার সিদ্ধান্ত বলবৎ হওয়া কঠিন৷ কেন্দ্রেরও সমান অনুমোদন চাই৷ সেই হিসেব স্পষ্ট করতেই পরিবহণ মন্ত্রী মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছিলেন৷ বাস এবং মেট্রোতে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুবিধা দিতে যা ব্যবসায়িক ক্ষতি হবে, তা পূরণ করে দেবে সরকার৷ এর জন্য আলাদা কোনও বাড়তি ভরতুকি নাগরিকদের দিতে হবে না৷  

[আরও পড়ুন :আইএস-এ যোগ ‘শিক্ষিত’ ছেলের, প্রশাসনের দ্বারস্থ কাশ্মীরি দম্পতি]

চারটি শাখায় মেট্রো রেলের মাধ্যমে সংযুক্ত গোটা দিল্লি শহরটিই৷ সম্প্রতি মেট্রোর ব্লু লাইনটি গ্রেটার নয়ডা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে মেট্রোর লাইন৷ সেই অংশটি দিল্লি মেট্রোর অন্তর্গত হলেও, নয়ডা মেট্রো রেল কর্পোরেশন এটি তৈরি করেছে৷ তাই বিনামূল্যে মহিলা যাত্রীদের পরিষেবা দিতে গেলে নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷ সোমবার স্বয়ং মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ঘোষণায়  খুশি মহিলা সমাজ৷ চাইছেন, দ্রুত সমস্ত বাধা কাটিয়ে বাস্তবায়িত হোক এই সিদ্ধান্ত৷  

 Delhi CM: Subsidy won’t be imposed on anyone. There are several women who can afford these modes of transport. Those who can afford, can purchase tickets, they needn’t take subsidy. We encourage those, who can afford, to buy tickets¬ take subsidy so that others could benefit. https://t.co/QHtqfvBjiR

— ANI (@ANI) June 3, 2019

The post নিখরচায় মহিলাদের মেট্রো-বাসে ভ্রমণ, ঘোষণা কেজরিওয়ালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement