shono
Advertisement

‘কংসদের সাফ করতে কৃষ্ণ আমাকে পাঠিয়েছেন’, গুজরাটে ‘জয় শ্রীরাম’স্লোগান তুলে খোঁচা কেজরিওয়ালের

বিজেপি শাসিত গুজরাটে জিততে মরিয়া আম আদমি পার্টি।
Posted: 08:00 PM Oct 08, 2022Updated: 08:00 PM Oct 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের এক জনসভায় ‘জয় শ্রীরাম’, ‘জয় শ্রীকৃষ্ণ’ ধ্বনি তুলতে দেখা গেল AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। এবছরের ডিসেম্বরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকেই পাখির চোখ করে দু’দিনের গুজরাট (Gujarat) সফরে এসেছেন কেজরিওয়াল। তাঁর সঙ্গে এই সফরে এসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর এসেই বরোদায় এক আম আদমি পার্টির একটি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন তিনি।

Advertisement

এদিনের সভায় রণকৌশল মেনেই বিজেপিকে আক্রমণ করেন কেজরিওয়াল। তাঁকে বলতে শোনা যায়, ”ওরা আমার সম্পর্কে খারাপ কথা বলেছে। তবে আমি এসবে পাত্তা দিই না। কিন্তু ওরা আমার ঘৃণায় এতই দৃষ্টিহীন হয়ে গিয়েছে যে ঈশ্বরকেও অপমান করছে।” আসলে দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মান্তরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে হিন্দু দেবতাদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এবার উলটে তাদেরই পালটা দিলেন কেজরিওয়াল।

[আরও পড়ুন: ঢাক বাজিয়ে, সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে পুজো কার্নিভাল জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]

পাশাপাশি কেজরিওয়াল আরও বলেন, ”আমি একজন অত্যন্ত ধার্মিক মানুষ। আমার জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে একটা কাজ দিয়েই পাঠিয়েছেন। এই কংসের সন্তানদের সাফ করা এবং জনতাকে এদের হাত থেকে মুক্ত করা।” তাঁর কথা থেকে পরিষ্কার। বিজেপির ‘হিন্দুত্ববাদে’র জবাব দিতে তাদেরই রাস্তায় হেঁটে গুজরাটে মসনদ দখলের স্বপ্ন দেখছেন আপের জাতীয় আহ্বায়ক।

উল্লেখ্য, কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর রাজ্যে আসার মূল কারণ আসন্ন নির্বাচনের রণকৌশল তৈরি। এজন্য রাজ্যের আপ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তাঁদের। তারই ফাঁকে একাধিক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। এদিকে আপ সুপ্রিমোর গুজরাট সফরে বিজেপির তরফে অসংখ্য পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু কেজরিওয়ালের সভার আগে সেগুলি ছিঁড়ে ফেলতে দেখা যায় আপ কর্মীদের। সব মিলিয়ে নির্বাচনের এখনও মাসদুয়েক বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটরঙ্গ। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: মালে প্রতিমা বিসর্জনে মৃত্যুমিছিলের পর কার্নিভ্যাল কি শোভনীয়? প্রশ্ন কবীর সুমন-কমলেশ্বরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement