সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি আম আদমি পার্টির। শুক্রবার দুপুরেই দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সন্ধ্যায় তিহাড় জেল থেকে বেরলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অপেক্ষায় ছিল জনসমুদ্র। তাঁদের সামনে ২৫ মে দেশের গণতন্ত্রকে 'একনায়কত্বে'র হাত থেকে রক্ষা করতে ভোট দেওয়ার আবেদন জানাতে দেখা গেল কেজরিকে।
আদালতের রায়ের পর থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। দলীয় পতাকা হাতে বহু সমর্থক ৪ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। অবশেষে কেজরিকে দেখা যায় বেরিয়ে আসতে। সমর্থকদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কেজরি জায়া সুনীতা কেজরিওয়াল এবং অতীশি, সৌরভ ভরদ্বাজের মতো সিনিয়র নেতারাও। ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।
[আরও পড়ুন: ‘অবাধ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা’, খাড়গেকে কড়া চিঠি নির্বাচন কমিশনের]
জেল থেকে বেরিয়ে শীর্ষ আদালতের সব বিচারপতিকে ধন্যবাদ জানান কেজরি। সেই সঙ্গেই তিনি দেশকে 'একনায়কত্বের' হাত থেকে বাঁচাতে ভোট দেওয়ার আর্জিও জানান সকলের কাছে। গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেপ্তার করেছিল ইডি (ED)। পরে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। অবশেষে জামিন পেলেন তিনি। তবে আগামী ১ জুন পর্যন্তই ওই জামিনের মেয়াদ বলে জানান বিচারপতিরা। ২ জুন ফের তিহাড়েই ফিরতে হবে কেজরিকে। তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী সপ্তাহে ফের এই সংক্রান্ত শুনানি হবে আদালতে। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছেন, “নির্বাচন (Lok Sabha Election 2024) না চললে হয়তো কেজরিকে জামিন দেওয়ার কথা আমরা ভাবতাম না।”
এদিকে জামিনের আবেদন করেও নিরাশ হয়েছেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। কিন্তু গত জানুয়ারিতে গ্রেপ্তার হলেও তিনি এখনও জামিন পাননি।