shono
Advertisement

Breaking News

‘রিলায়েন্সের হয়ে মডেলিং চালিয়ে যান’, মোদিকে কটাক্ষ কেজরিওয়ালের

মোদিকে ‘মিঃ রিলায়েন্স’ বলেও এদিন কটাক্ষ করেন কেজরি৷ The post ‘রিলায়েন্সের হয়ে মডেলিং চালিয়ে যান’, মোদিকে কটাক্ষ কেজরিওয়ালের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:35 AM Sep 03, 2016Updated: 07:12 PM Sep 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিওর ‘ডেটাগিরি’ যখন টক অফ দ্য টাউন, তখন মোদিকে একহাত নিলেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল৷  জিও-র বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীকে দেখে কেজরির কটাক্ষ, রিলায়েন্সের হয়ে মডেলিং চালিয়ে যান৷ ২০১৯ সালে দেশের শ্রমিকরা আপনাকে সবক শেখাবেন৷

Advertisement

মোদি-কেজরিওয়াল বিরোধিতা দেশের রাজনৈতিক মহলে সুপরিচিত৷ জিওর বিজ্ঞাপনে মোদিকে দেখে যে তাই কেজরি চুপ থাকবেন না এমনটা অনুমান করেছিলেন অনেকেই৷ প্রত্যাশামতোই সরব হলেন তিনি৷ একের পর এক টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে তিনি মোদিকে মডেলিং চালিয়ে যাওয়ার উপদেশ দেন৷ পরে সতর্ক করে দিয়ে বলেন, সারা দেশের শ্রমিকরা পরের নির্বাচনে তাঁকে এর জন্য শিক্ষা দেবেন৷ এরপর খোলখুলি মোদিকে আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে আম্বানিদের হাতে বাঁধা এরপর তা নতুন করে প্রমাণ করার আছে কি! জিও নিয়ে সারা দেশে যখন হইচই, তখন মোদিকে ‘মিঃ রিলায়েন্স’ বলেও এদিন কটাক্ষ করেন কেজরি৷

অবশ্য কেজরি কটাক্ষ শুধু নয়, বিজ্ঞাপনে মোদির আবির্ভাব নিয়ে ইতিমধ্যে নানামহলে বিতর্ক শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী হয়ে কোনও বেসরকারি সংস্থার মুখ মোদি হতে পারেন কি না, আইনগতভাবে তা সম্ভব কি না, সে প্রশ্নও দানা বেঁধেছে৷

The post ‘রিলায়েন্সের হয়ে মডেলিং চালিয়ে যান’, মোদিকে কটাক্ষ কেজরিওয়ালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement