shono
Advertisement

নিজে সওয়াল করেও স্বস্তি পেলেন না কেজরিওয়াল, বাড়ল ইডি হেফাজতের মেয়াদ

আপকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, আদালতে দাবি কেজরিওয়ালের।
Posted: 04:29 PM Mar 28, 2024Updated: 04:29 PM Mar 28, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করলেন। অভিযোগ করলেন, আপের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাঁকে গ্রেপ্তার করার মতো কোনও প্রমাণ ইডির হাতে নেই। স্রেফ কতগুলি ধারণার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু রাউস অ্যাভিনিউ কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কোনও যুক্তিই খাটল না। তাঁর ইডি হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়ে দিল আদালত। আগামী ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে কেজরিকে।

Advertisement

৭ দিনের ইডি হেফাজত শেষে বৃহস্পতিবার কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লির রাউস এভিনিউ কোর্টে পেশ করা হয়। ইডি দিল্লির মুখ্যমন্ত্রীর আরও ৭ দিনের হেফাজত চায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কেজরিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। বা উত্তর দিলেও সেগুলি সন্তোষজনক নয়। তাছাড়া কয়েকজনের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।

[আরও পড়ুন: দিলীপের পর হিরণ! পুলিশকে ‘হুমকি’ দেওয়ায় বিজেপি প্রার্থীকে কমিশনের ‘শোকজ’]

পালটা কেজরিওয়াল দাবি করেন, তাঁকে গ্রেপ্তার করাটা আসলে একটা কেলেঙ্কারি। এক তো আম আদমি পার্টিকে শেষ করে দেওয়া হচ্ছে। আর দুই, তাঁর গ্রেপ্তারির আড়ালে বিরাট আর্থিক লেনদেন চলেছে। কেজরিওয়াল আদালতে বলেন,”আমার হেফাজতে থাকতে আপত্তি নেই। যতদিন খুশি হেফাজতে রাখুন। কিন্তু এটা একটা কেলেঙ্কারি। আমাকে ফাঁসানো হচ্ছে। আম আদমি পার্টিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।” কিন্তু কেজরির এই যুক্তিগুলি গুরুত্ব পায়নি। তাঁকে আরও চারদিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত।

[আরও পড়ুন: মিরজাফরের পাশে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র! পূর্বপুরুষের ‘গদ্দারি’ নিয়ে বিপাকে পদ্মপ্রার্থী রাজমাতা]

উল্লেখ্য, ইডির (ED) গ্রেপ্তারির প্রতিবাদে আগেই দিল্লি হাই কোর্টে আবেদন করেন কেজরিওয়াল। হাই কোর্টেও তিনি স্বস্তি পাননি। দিল্লির মুখ্যমন্ত্রীর মামলা ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। ফলে আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে কেজরিওয়ালকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement