সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন বাবা তেমনি ছেলে। তীক্ষ্ণ চোখ আর বুদ্ধিদীপ্ত চাউনি। দুজনেই দুজনের সবচেয়ে বড় সমালোচক। আর তাই তো ‘জওয়ান’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার অনেক আগেই আরিয়ান দেখেছিলেন এই ছবির ঝলক।
তা ট্রেলার দেখে কেমন লেগেছিল আরিয়ানের?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখই নাকি আরিয়ানের কাছে জানতে চেয়েছেন ট্রেলারের সম্পর্কে। তারপরেই নাকি প্রকাশ্যে আনা হয়েছে এই ট্রেলার। ঘনিষ্ঠ মহলের থেকে পাওয়া খবর অনুযায়ী, জওয়ান ছবির ট্রেলার দেখার পর আরিয়ান নাকি শাহরুখকে সোজাসুজি বলেছেন, শাহরুখের সবচেয়ে চমকপ্রদ ছবি। কেননা, এই ছবিতে শাহরুখকে নানা চরিত্রে অভিনয় করতে হয়েছে। শুধু তাই নয়, আরিয়ান জানিয়েছেন শাহরুখের এই ছবি রেকর্ড ব্যবসা করবে। অন্যান্য সব ছবির রেকর্ড ভেঙে গুড়িয়ে দেবে ‘জওয়ান’।
[আরও পড়ুন: ডুয়ার্সের চালসায় দেব-সোহম, সঙ্গে পুরো ‘প্রধান’ টিম, শুরু শুটিং]
৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’। তার প্রাক্কালেই বুধবার দক্ষিণী তারকাদের পাশে নিয়ে গ্র্যান্ড মিউজিক লঞ্চ করেন শাহরুখের। বিজয় সেতুপতি, প্রিয়ামণি, অনিরুদ্ধ আর-সহ একাধিক দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গেল বলিউড কিং-কে। তবে নজরে পড়ল না নয়নতারার উপস্থিতি। সেখানেই ফাঁস হল ‘জওয়ান’ নিয়ে এক বড় তথ্য। চেন্নাইয়ের ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে শাহরুখের এই সিনেমা থেকে।