shono
Advertisement

আইপিএলে বেঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে নেহরা-কার্স্টেন

তবে হেড কোচ হিসাবে থেকে গেলেন ড্যানিয়েল ভেত্তোরি। The post আইপিএলে বেঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে নেহরা-কার্স্টেন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 PM Jan 02, 2018Updated: 11:07 AM Jan 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বরেই আন্তর্জাতিক-সহ অন্যান্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু আবার ক্রিকেটের বাইশ গজে ফিরতে চলেছেন আশিস নেহরা। না অবাক হবেন না, ক্রিকেটার নয় এবার কোচ হিসেবে প্রত্যাবর্তন হতে চলেছে দিল্লির তারকা এই ক্রিকেটারের। আসন্ন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে এবং গ্যারি কার্স্টেনকে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতের প্রাক্তন জাতীয় কোচ বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসাবে কাজ করবেন। আর সদ্য অবসর নেওয়া নেহরা যোগ দিচ্ছেন বোলিং কোচ হিসাবে। তবে হেড কোচ হিসাবে থেকে গেলেন ড্যানিয়েল ভেত্তোরি।

Advertisement

[বর্ষবরণে চমক, বন্ধুদের জন্যে ‘শেফ’ হয়ে গেলেন শচীন]

বেঙ্গালুরু শিবির সূত্রে খবর, দুই প্রাক্তন ক্রিকেটার কোচের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে দলের মেন্টরেরও কাজ করবেন। আরও একবার কোচের দায়িত্বে থেকে যাওয়ায় দারুণ খুশি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তবে সবথেকে বেশি উৎসাহিত কার্স্টেন এবং নেহরার সঙ্গে কাজ করতে পারবেন বলে। ভেত্তোরি জানিয়েছেন, “আরও একবার বেঙ্গালুরুর দায়িত্ব পাওয়ায় খুশি। তবে বেশি খুশি, এবার আমি সঙ্গে পাচ্ছি কার্স্টেন এবং নেহরার মতো ক্রিকেটারকে। ওদের দু’জনকেই দলে স্বাগত জানাচ্ছি। কার্স্টেন এবং নেহরা দলের সঙ্গে যোগ দেওয়ায় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দু’জনেই দারুণ অভিজ্ঞ। তার উপর নেহরা সদ্য ক্রিকেট ছেড়েছে। বর্তমান ক্রিকেট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আর কার্স্টেন তো ভারতেরই কোচ ছিলেন একসময়। তা ছাড়া কিছুদিনও আগেও আইপিএলের সঙ্গে জড়িত ছিলেন। ওঁদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে।”

[রোহিতের স্ত্রী ঋতিকা কি টিম ইন্ডিয়ার ১৭ তম ক্রিকেটার?]

তিনি আরও জানিয়েছেন, দু’জন বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ায় দলের তরুণ ক্রিকেটাররা সবথেকে বেশি উপকৃত হবে। একইসঙ্গে সিনিয়ররাও খোলা মনে কথা বলতে পারবেন। কারণ, দু’জনের সঙ্গেই সবাই আগে কাজ করেছেন। ভেত্তোরির বক্তব্য, “আশিস এবং কার্স্টেন ক্রিকেটার হিসাবে শ্রদ্ধারযোগ্য। তার উপর আমাদের দলের বেশিরভাগ ক্রিকেটারকে ওঁরা দু’জনে চেনে। দলের ক্রিকেটাররা খোলা মনে কথা বলতে পারবে। এটা একটা বিরাট ব্যাপার। সেই কারণেই বলছি, আমরা ওদের যোগ দেওয়ার অপেক্ষায় দিন গুনছি।” এদিকে, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক এবং ক্রুনাল পাণ্ডিয়াকে রেখেই দল গঠন করতে চলেছে।

[দক্ষিণ আফ্রিকায় প্রবল খরা, উইকেটের বাউন্স নিয়ে সংশয়ে পিচ কিউরেটর]

The post আইপিএলে বেঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে নেহরা-কার্স্টেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার